promotional_ad

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরিতে গিলই প্রথম

ডাবল সেঞ্চুরির পর শুভমান গিলের উদযাপন
৯৪ রানে যখন ব্যাটিং করছিলেন তখন জো রুটকে দুই চার মেরে সেঞ্চুরি করলেন শুভমান গিল। ১৮৭ রানে ব্যাটিংয়ের সময় তিন বলের ব্যবধানে জশ টাংকে দুই চার মেরে ডানহাতি ব্যাটার পৌঁছালেন ১৯৫ রানে। বাকি ৫ রান করতে খুব বেশি সময় নিলেন না ভারতের অধিনায়ক। একটু পর টাংয়ের লেগ সাইডের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে ফাইন লেগে ঠেলে এক রান নিয়ে করেছেন ডাবল সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি ছুঁয়ে হেলমেট খুলে হুঙ্কার ছাড়লেন গিল। পরবর্তীতে ব্যাট ও হেলমট উঁচিয়ে নিজের চিরচেনা উদযাপন করলেন ভারতের অধিনায়ক।

promotional_ad

চলতি সিরিজে খেলতে নামার আগে ছয় ইনিংসে ইংল্যান্ডে গিলের গড় ছিল ১৪.৬৬। অথচ সেই গিলই হেডিংলিতে পেয়েছেন সেঞ্চুরি। এজবাস্টনে তো নিজেকেও ছাড়িয়ে গেছেন ভারতের অধিনায়ক। টাংয়ের বলে সিঙ্গেল নিয়ে ৩১১ বলে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।


আরো পড়ুন

গিলের ডাবল সেঞ্চুরির রেকর্ডের পর ভারতীয় পেসারদের ছোবল

৪ ঘন্টা আগে
বেন ডাকেটকে দাঁড়াতেই দেননি পেসার আকাশ দীপ

ডানহাতি ব্যাটারের আগে এমন কীর্তি আছে মানসুর আলী খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির। কোহলি বাইরে বাকি সবারই ডাবল সেঞ্চুরি আছে একটি করে। সম্প্রতি টেস্ট থেকে অবসর নেয়া কোহলি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসেবে তাঁর চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি নেই আর কারও।


promotional_ad

ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরি করেছেন। ২৫ বছর ২৯৮ দিন বয়সে এমন কীর্তি গড়েছেন। সবার উপরে থাকা মানসুর আলী খান পাতৌদি ১৯৬৪ সালে করেছিলেন ২৩ বছর ৩৯ দিন বয়সে। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করলেন গিল। ২০১৬ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলি খেলেছিলেন ২০০ রানের ইনিংস।


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

১০ ঘন্টা আগে
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

এ ছাড়া ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এখন গিলের। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আজহারউদ্দেনের। ১৯৯০ সালে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন, ওল্ড ট্রাফোর্ডে। নিজেদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম অধিনায়ক হিসেবেও ডাবল সেঞ্চুরি গিলেরই। এশিয়ার প্রথম কোন অধিনায়ক এসইএনএ দেশগুলোর একটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।


আগের সেরা ইনিংসটা ছিল তিলকারত্নে দিলশানের। ২০১১ সালে লর্ডসে ১৯৩ রানের ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার তৎকালীন অধিনায়ক। গিল ছাড়াও ভারতীয় ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি আছে গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের। একই দিনে তাদের দুজনকে ছাড়িয়ে গেছেন ২৫ বছর বয়সি এই ব্যাটার। ১৯৭৯ সালে ওভালে গাভাস্কার ২২১ এবং ২০০২ সালে হেডিংলিতে দ্রাবিড় করেছিলেন ২১৭ রান।


গিলের সামনে সুযোগ আছে কোহলিকেও ছাড়িয়ে যাওয়ার। ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটা কোহলির। ২০১৯ সালে পুনেতে সাউথ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এজবাস্টনে গিল ব্যাটিং করছেন ২৩১ রানে (প্রতিবেদন লেখার সময়)। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আর মাত্র ২৪ রান করতে পারলেই কোহলিকে ছাড়িয়ে সবার উপরে জায়গা করে নেবেন গিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball