promotional_ad

দলীয় নিয়ম ভেঙেই সফল জাদেজা

রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যর্থতার পর দলীয় শৃঙ্খলা ও প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তৈরি হয় ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি)। এর একটি নিয়ম ছিল কেউ আলাদা করে মাঠে যেতে পারবে না, সবাইকে টিম বাসে যেতে হবে।

promotional_ad

এজবাস্টনে চলমান টেস্টের দ্বিতীয় দিনে এই নিয়ম ভেঙেছেন রবীন্দ্র জাদেজা। যদিও তাতে কোনো প্রশাসনিক জটিলতা তৈরি হয়নি। কারণ এই সিদ্ধান্ত ছিল খেলোয়াড়ি দায়বদ্ধতা থেকে নেয়া।


আরো পড়ুন

প্রস্তাব পেলে ভারতের টেস্ট অধিনায়ক হতে রাজি জাদেজা

২৯ মে ২৫
প্রস্তাব পেলে ভারতের টেস্ট অধিনায়ক হতে রাজি রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে জাদেজা বলেন, 'আমার মনে হয়েছিল, নতুন বল তখনও একদম ফ্রেশ আছে। একটু আগে গিয়ে ব্যাটিং করলে সুবিধা হবে। তাই খেলা শুরুর আগে আমি নেটে গিয়ে কিছু সময় ব্যাটিং করি। এর সুফলও পেয়েছি। লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পারায় পরের কাজটাও সহজ হয়েছে।'


আগের দিন ৪১ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় দিনে মাঠে গিয়ে ব্যাটিং ঝালিয়ে নিয়েছিলেন বলেই হয়তো গিলের সঙ্গে গড়তে পেরেছেন ২০৩ রানের জুটি। আউট হওয়ার আগে নিজেও করেন ৮৯ রান।


promotional_ad



আরো পড়ুন

স্থগিত হওয়ার পথে বাংলাদেশ-ভারত সিরিজ, আর্থিক ক্ষতির মুখে বিসিবি

৪ ঘন্টা আগে
বাংলাদেশ-ভারত ম্যাচের একটি মুহূর্ত, ফাইল ফটো

এই পারফরম্যান্সের পেছনে পরিকল্পনা ও কন্ডিশন বোঝার গুরুত্ব ছিল বলে মনে করেন জাদেজা, 'ইংল্যান্ডে ব্যাটিং কখনোই সহজ না। বল সুইং করে, হঠাৎ করে যেকোনো সময় কিছু হয়ে যেতে পারে। যত বেশি সময় উইকেটে থাকা যায়, ততই ভালো।'


ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের দুই ইনিংসেই পতন হয়েছিল ধসের মতো। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই ম্যাচে লোয়ার-মিডল অর্ডারে প্রতিরোধ গড়ার প্রয়োজন ছিল। সেদিক থেকে জাদেজা-গিল জুটি ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। তাদের নৈপুণ্যে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।


জাদেজা বলেন, '২১১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর বড় জুটি গড়া সহজ না। তবে সেটা করতে পেরে ভালো লাগছে। দলের প্রয়োজন মেটাতে পারলে সবসময়ই আত্মবিশ্বাস বাড়ে, বিশেষ করে বিদেশের মাটিতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball