
বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে
পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আগষ্টে হতে যাওয়া বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারত! এমনকি ওই সময়ে হতে যাওয়া এশিয়া কাপও মাঠে নাও গড়াতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর বাতিল করে ওই সময় আইপিএলের বাকি অংশ শেষ করতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও সিরিজ বাতিল নিয়ে কোনো খবর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।