বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে

বাংলাদেশ
বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আগষ্টে হতে যাওয়া বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারত! এমনকি ওই সময়ে হতে যাওয়া এশিয়া কাপও মাঠে নাও গড়াতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর বাতিল করে ওই সময় আইপিএলের বাকি অংশ শেষ করতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও সিরিজ বাতিল নিয়ে কোনো খবর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে পিএসএল সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। একই কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএলের চলমান মৌসুম। আইপিএলের বাকি অংশ শেষ করতে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দ্বারস্থ হয়েছিল বিসিসিআই। তবে পাকিস্তানকে কথা দেয়ায় ভারতের আইপিএল আয়োজনের প্রস্তাবে রাজী হয়নি ইসিবি। গুঞ্জন আছে, সাউথ আফ্রিকায় সরিয়ে নেয়া হতে পারে টুর্নামেন্টটি।

যদিও টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, সহসায় আইপিএল শুরুর সম্ভাবনা নেই। আইপিএল শেষ করেই পাঁচ টেস্টের সিরিজ খেলতে জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা বিরাট কোহলি-জসপ্রিত বুমরাহদের। দেশের বাইরে সিরিজ হওয়ায় খুব বেশি ঝামেলা পোহাতে হবে না ভারতকে। গুরুত্বপূর্ণ সিরিজ হওয়ায় অনুমেয়ভাবেই ইংল্যান্ড সফর করবে তারা। ইংল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেই বাংলাদেশে আসার কথা কোহলিদের

আগষ্টে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি সেপ্টেম্বর এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও সেটার জোর সম্ভাবনা নেই বলে জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। ফলে বাংলাদেশ সিরিজের পাশাপাশি এশিয়া কাপও ভেস্তে যেতে পারে।

এমনকি বাংলাদেশ সফর ও এশিয়া কাপের আগে আইপিএল শেষ করলেও দুই ইভেন্টেই অংশগ্রহণের আগ্রহ নেই ভারতের। তাদের প্রতিবেদন অনুযায়ী, ওই সময়টায় আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো শেষ করতে চায় বিসিসিআই। এমনটা হলে ভারতের বাংলাদেশ সফর করার সম্ভাবনা একেবারে ক্ষীণ। যদিও সিরিজ বাতিল নিয়ে তেমন কিছুই জানে না বিসিবি। বিশ্বস্ত একটু সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে, বিসিসিআইয়ের পক্ষ থেকে এমন কোনো কথা শোনেননি তারা।

এ প্রসঙ্গে বিসিবির সেই সূত্রটি বলেন, ‘আমাদের কাছে সিরিজ বাতিলের কোনো খবর নেই। আপনার কাছ থেকেই এটা শুনলাম। আমাদের সঙ্গে বিসিসিআইয়ের নতুন করে কোনো আলোচনা হয়নি। তারাও নিজে থেকে আমাদের কিছু জানায়নি। আমরা যতটুকু জানি সিরিজটা সময় মতো হবে। তবে আগামী কয়েক মাসে পরিস্থিতি কোন দিকে যায় সেটাও খেয়াল রাখতে হবে। আশা করছি, ভালোভাবেই আমরা সিরিজটি আয়োজন করতে পারব।’

আরো পড়ুন: বাংলাদেশ