promotional_ad

পাকিস্তান সফর অনিশ্চিতই বলা যায়: ফারুক

ক্রিকফ্রেঞ্জি
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতায় সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান সফর অনিশ্চিত।

promotional_ad

কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে সবশেষ কয়েকদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। প্রতিশোধ নিতে ৭ মে (বুধবার) পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ভারত। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। একদিন বাদে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ড্রোন হামলাও চালায় ভারত।


আরো পড়ুন

নির্ধারিত সময়েই ভারত সিরিজের আশায় বিসিবি সভাপতি

৩ মে ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

যার একটি গিয়ে পড়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশের ফুড স্ট্রিটের একটি ভবনে। এমন অবস্থায় করাচি কিংস ও পেশাওয়ার জালমির ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান থেকে দুবাইয়ে পিএসএল সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। শুধু তাই নয়, এমনটা না হলে নিজ দেশে ফিরে যেতে চান তারা। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এমনটাই নিশ্চিত করেছেন পিএসএল খেলতে থাকা এক বিদেশি ক্রিকেটার।


promotional_ad

পিএসএল খেলতে থাকা রিশাদ হোসেন ও নাহিদ রানাকে ফেরানোর জোর চেষ্টায় চালাচ্ছে বিসিবি। এমন অবস্থায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলে ২১ মে সেখান থেকেই পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়দের। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যকার এমন পরিস্থিতিতে সিরিজটি হবে কিনা সেটা নিশ্চিত করতে পারছেন না বিসিবি।


আরো পড়ুন

বাংলাদেশ সিরিজ নিয়ে শঙ্কা দেখছে না পিসিবি

৪ ঘন্টা আগে
হাত মেলাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, পিসিবি

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে ফোনালাপে ফারুক জানিয়েছেন, পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার (১০ মে) আলোচনা করবেন তারা। সেই সঙ্গে সিরিজটি দুবাইয়ে নেয়া হতে পারে কিনা সেটাও থাকতে পারে পরবর্তী আলোচনায়। ফারুক বলেন, ‘এই মুহুর্তে কিছুই বলতে পারছি না। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান সিরিজ অনিশ্চিতই বলা যায়। শনিবার আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। দুবাইতে পরে সিরিজ হবে কি হবে না সেটা পরে আলোচনা হবে।’


যদিও বাংলাদেশ সিরিজটি আয়োজনে বেশি ইতিবাচক পাকিস্তান। সেই সঙ্গে বাংলাদেশ সিরিজটি বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা সিরিজটি নিয়ে শঙ্কার কিছু দেখছেন না। দুই দেশের মধ্যে সিরিজটি নিয়ে নিয়মিত কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।


পিসিবির এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। পিএসএল চলছে এবং এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball