উডের কারণে নাহিদ পিএসএলে খেলতে পারছেন না: মুশতাক

ছবি: পেশাওয়ারের হয়ে অনুশীলনে নাহিদ রানা, পেশাওয়ার জালমি

নাহিদের ভাগ্য খারাপ হওয়ার অন্যতম কারণ তিনি শুরু থেকে দলের সঙ্গে ছিলেন না! জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার কারণে নাহিদ পেশাওয়ার দলে যোগ দেন পাঁচ ম্যাচ পর। তার বিকল্প হিসেবে পাঁচ ম্যাচের জন্য ইংল্যান্ডের বাঁহাতি পেসার উডকে দলে নেয় পেশাওয়ার। তবে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন উড। তাই নাহিদ দলে যোগ দেওয়ার পরও উডকে রেখে দেয় পেশাওয়ার।
বিসিবির নজরদারিতে পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদ
৭ মে ২৫
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে মুশতাকও বলেন তেমনটাই, 'আমার মনে হয় লুক উড একটা বড় কারণ নাহিদের না খেলার পেছনে। আপনি চাইবেন না যে ভালো খেলছে, তাকে বসিয়ে দিতে। লুক উড, জোসেফ, আলি রাজা সবাই বেশ ভালো বল করছে। তাই আমরা আসলে দলের কম্বিনেশনের দিকেই তাকিয়ে আছি। নাহিদ রানা অপেক্ষা করছে, সে পুরোপুরি প্রস্তুত হয়েই আছে। সুযোগ পেলেই সেরাটা দেখাবে ইনশাআল্লাহ।'

বিকল্প হিসেবে দলে নিয়ে উডকে পেশাওয়ার রেখে দিতে পেরেছে মূলত পেশাওয়ারের সাউথ আফ্রিকান অলরাউন্ডার জর্জ লিন্ডে পারিবারিক কারণে দেশে ফেরায়। উড এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে উইকেট নিয়েছেন নয়টি। নতুন বলে বোলিং করার পরও ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৯৪ করে।
রিশাদকে টেস্ট দলে দেখতে চান মুশতাক
৪ ঘন্টা আগে
দারুণ পারফর্ম করছেন পেশাওয়ারের আরেক পেসার আলজারি জোসেফও। এই মৌসুমে পেশাওয়ারের হয়ে সবক'টি ম্যাচ খেলেছেন এই ক্যারিবিয়ান। আট ম্যাচে উইকেট নিয়েছেন ১২টি। যদিও ওভারপ্রতি রান খরচ করেছেন ৮.৮০ করে। তবে উডের সঙ্গে জোসেফের জুটি পেশাওয়ারকে সাফল্য দিচ্ছে। যার কারণে অনেকটাই ব্রাত্য নাহিদ।
মুশতাক আরো বলেন, 'ইনশাআল্লাহ নাহিদ রানাকে দেখা যেতে পারে। নাহিদ রানা খুবই ভালো একজন বোলার। আপনি জানেন, আমি বাংলাদেশেও তার সঙ্গে কাজ করেছি। আমি মনে করি সে এখানের সবাইকেই ইমপ্রেসড করতে পেরেছে। তার মনোভাব দূর্দান্ত। সে ভালো একজন টিমম্যান। টিম কম্বিনেশনের দিকে দেখলে মনে হয় আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।'
'আমার মনে হয় নাহিদ রানা আন্তর্জাতিক মানের বোলার। সে ম্যাচ উইনার। সে এমন একজন, যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার গতি আছে, তার মনোভাব দূর্দান্ত, এবং সব থেকে ভালো বিষয়, সে খুব তাড়াতাড়ি শিখতে পারে। অনেকেই জানেনা, রানা খুবই স্মার্ট ছেলে। সে দ্রুত আয়ত্ত করতে পারে। আমার মনে হয় তার শুধুমাত্র একটি প্লাটফর্ম প্রয়োজন। যেখানে গিয়ে সে তার নিজের প্রতিভা দেখাতে পারবে এবং তার পরিকল্পনাগুলোর বাস্তবায়ন ঘটাতে পারবে।'