বিপিএলে দল পেলেন সাদমান, চট্টগ্রামে নতুন ৩ বিদেশি
‘যদি আমাকে মনে করতো আমি খেলার যোগ্য অবশ্যই আমাকে ড্রাফটেই (নিলাম) নিতো।’ বিপিএল নিলাম শেষে কোন দল ডাকলে খেলবেন কিনা, সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে অভিমান নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাদমান ইসলাম। যদিও টুর্নামেন্ট শুরুর পর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল খেলতে রাজি হয়েছেন সাদমান।