সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে গিয়ে জিতল চট্টগ্রাম
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে জিততে চট্টগ্রাম রয়্যালস প্রয়োজন ১০ রান। হাতে দুই উইকেট। লম্বা সময়ে উইকেটে থাকা হাসান নওয়াজ অবশ্য সেই ওভারে একটি চার ও দুটি ডাবল হাঁকান, তবুও ম্যাচ চলে যায় এক বলে দুই রানের সমিকরণে। শেষ পর্যন্ত তার ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে দুই উইকেটে জিতে চট্টগ্রাম।