উইলিয়ামসন-নিশামের ব্যাটে রাজশাহীর লড়াকু পুঁজি
সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভালো শুরু পায় রাজশাহী ওয়ারিয়র্স। তাদের দুজনের ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর মাঝে দ্রুতই কয়েকটি উইকেট হারায় তারা। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এসএম মেহেরব। তবে কেন উইলিয়ামসন ও জিমি নিশামের ব্যাটে ১৬৫ রানের পুঁজি পেয়েছে রাজশাহী। বিপিএলের অভিষেকে ৩৮ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেছেন উইলিয়ামসন। অলরাউন্ডার জিমি নিশাম করেছেন ২৬ বলে ৪৪ রান।