‘এ’ দলের ম্যাচ দেখতে সিলেটে ছুটে গেলেন সিমন্স
কদিন আগেই শেষ হয়েছে জিম্বাবুয়ে সিরিজ। জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার। এরই মাঝে সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল। আগামীকাল শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচটি দেখতে ঢাকা থেকে সিলেটে ছুটে গেলেন ফিল সিমন্স।