তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার

বাংলাদেশ
তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার
সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের নায়ক জাওয়াদ আবরার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাওয়াদ আবরার। পরের ম্যাচে ফিরেছেন হাফ সেঞ্চুরির আগেই। তবে চতুর্থ ওয়ানডেতে ১৪ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১১৫ বলে ১১৩ রানের ইনিংস। আবরারের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও জয় পেয়েছে প্রত্যাশিতভাবেই। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখতে পারায় খুশি ডানহাতি এই ওপেনার।

যুব এশিয়া কাপে আলোচনায় আসার পর বাংলাদেশের ঘরোয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে খেলেছেন আবরার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলা হয়েছে তাঁর। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে আলো ছড়িয়ে শ্রীলঙ্কা সফরে যান ডানহাতি এই ওপেনার। ডিপিএলের ছন্দে ধরে রাখেন শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষেও। দ্বিতীয় ম্যাচেই করেছেন সেঞ্চুরি।

চতুর্থ ম্যাচে যখন ৯৪ রানে অপরাজিত তখন দুলনিত সিগেরার বলে সিঙ্গেল নেন তিনি। একই ওভারে সিগেরার পায়ের উপর করা ডেলিভারিতে ফ্লিক করে ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন আবরার। বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসেবে যুব ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি করেন তিনি। এমন কীর্তি আছে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসানের। সেঞ্চুরি পাওয়া দুই ম্যাচেই বাংলাদেশ জেতায় খুশি আবরার।

লঙ্কানদের বিপক্ষে ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলে বিসিবির এক ভিডিও বার্তায় আবরার বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচে দুইটা। আমার জন্য দল জিততে পেরেছে, দলের জয়ে আমার একটা অবদান ছিল সেটার জন্য আমি খুশি।’

২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। ২০২০ সালের পর আরও একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে নিজেদের প্রস্তুত করছেন আবরার-আজিজুল হাকিম তামিমরা। বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সিরিজ খেলার সুযোগও পাচ্ছেন তারা। আবরার মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপে ভালো কিছু অর্জন করতে পারবেন।

এ প্রসঙ্গে তরুণ এই ওপেনার বলেন, ‘পরবর্তী লক্ষ্য ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ আছে সামনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দল হিসেবে ব্যালেন্সড অনেক। আশাবাদী ভালো কিছু করবো আমরা ইনশাআল্লাহ। দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলবো। আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু অর্জন করবো বিশ্বকাপে।’

আরো পড়ুন: জাওয়াদ আবরার