বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আগে থেকেই জানা ছিল জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান।
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আগে থেকেই জানা ছিল জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান।
বিশ্ব ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও আন্তর্জাতিক ক্রিকেট নিজেদের মেলে ধরতে পারেন না। এনামুল হক বিজয়ও সেই ক্রিকেটারদের কাতারে নাম লেখাবেন কিনা তা এখনই বলে দেয়ার সুযোগ নেই। ডানহাতি ওপেনার বিজয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এক যুগের ক্যারিয়ারেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি।
বাংলাদেশে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হওয়ার কথা থাকলেও দেশের ক্রিকেটের এত বছরেও সেটা হয়ে উঠেনি। বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ গঠনের আশা দেখালেও সেটা করতে পারেননি কর্তারা। বাংলাদেশের ক্রিকেটও তাই দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়তে পারেনি। সবশেষ কয়েক বছরে ক্রমশই ঢাকা কেন্দ্রিক হয়েছে ক্রিকেট। স্বাভাবিকভাবেই দেশের বিভাগীয়, জেলা ক্রিকেট যেন ঘুমিয়ে পড়েছে। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ঘুমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে চান আমিনুল ইসলাম বুলবুল।
গত অক্টোবর থেকেই নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মূলত তিন সংস্করণে তিনি অধিনায়ক থাকতে চান না বলে আলোচনা ছিল। গত মাসেই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর স্থলাভিষিক্ত হন লিটন দাস। আর শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগ মুহূর্তে তাকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই খেলেছে টাইগাররা। অসুস্থতার কারণে এই অফ স্পিন অলরাউন্ডার খেলতে পারেননি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই মিরাজ ফিরছেন। গল টেস্ট শেষে এমনটাই নিশ্চিত করেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
ভাগ্যের সঙ্গে যেন অসম এক লড়াইয়ে নেমেছেন নুরুল হাসান সোহান। গত কয়েকবছর ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলছে না তার। বারবারই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছে তাকে।
চতুর্থ দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে নাঈম হাসানই জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের জন্য যাওয়ার সুযোগ রয়েছে। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে অবশ্য এমন কিছু একেবারেই ফুটে উঠেনি। পুরো বাংলাদেশ যেন সেদিন জয়ের চেষ্টাটাও করেনি। এমন অভিযোগ থাকলেও সেটা রীতিমতো উড়িয়ে দিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক নিশ্চিত করেছেন, ড্রেসিংরুমে থাকা কেউই ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলেন না।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। স্লিপ ক্যাচের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। ফলে পর্যবেক্ষণে থাকতে হচ্ছে শান্তকে।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। স্বাগতিকদের দ্বিতীয় টেস্টের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন দুনিথ ওয়েল্লালাগে ও বিশ্ব ফার্নান্দো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয় টেস্টের স্কোয়াডব জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন নাজমুল হোসেন শান্ত। এমন গুঞ্জন ভাসছে চারিদিকে। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে সাম্প্রতিক সময়ে বোর্ডের নেওয়া কিছু বিতর্কিত ও নাটকীয় সিদ্ধান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই শান্তকে না জানিয়ে তার ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেয়া হয়।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান করে আলোচনায় আছেন নুরুল হাসান সোহান। এই পারফরম্যান্সের সুবাদে 'এ' দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবাই প্রত্যাশায় ছিলেন শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তিনি। তবে তাকে বাইরে রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল সাজিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা।
শেষবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অসাধারণ পারফরম্যান্স করেই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন নাইম শেখ। তবে ডিপিএলে অনবদ্য পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ পেলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো বার্তাও পাননি এই অলরাউন্ডার।