
দেশে ফিরলেন নাহিদ-রিশাদ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।
ভারত যখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় তখন রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন কঠিন পরিস্থিতিতে বিসিবি যথাযথ সাহায্য করায় সভাপতি ফারুক আহমেদ ও শাহরিয়ার নাফিসকে ধন্যবাদ দিয়েছেন রিশাদ।
এনামুল হক বিজয়, নাইম শেখের সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না আফিফ হোসেন, নুরুল হাসান সোহানরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে একাই টেনেছিলেন হাফ সেঞ্চুরিয়ান ইয়াসির আলী রাব্বি। শেষের দিকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে বাংলাদেশের রান দুইশ পার করেন নাসুম আহমেদ। ২২৭ রান তাড়ায় কাজটা কঠিন হওয়ার কথা ছিল না নিউজিল্যান্ডের ব্যাটারদের। তিন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম ও নাঈম হাসান দুটি করে উইকেট পেলেও সফরকারীদের জয় আটকাতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে কিউইরা।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আগষ্টে হতে যাওয়া বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারত! এমনকি ওই সময়ে হতে যাওয়া এশিয়া কাপও মাঠে নাও গড়াতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর বাতিল করে ওই সময় আইপিএলের বাকি অংশ শেষ করতে পারে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও সিরিজ বাতিল নিয়ে কোনো খবর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতের কারণে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে সিরিজটি বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। বাতিল না হলেও পিছিয়ে যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও সুপার নিউজ।
নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে আগের ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের সামনে সুযোগ আছে একদিনের ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করার। তবে অঙ্কন জানিয়েছেন, তারা কেউই ফলাফল কেন্দ্রিক চিন্তা করছেন না। তবে হোয়াইটওয়াশ করাই যে তাদের লক্ষ্য সেটার ইঙ্গিত দিয়েছেন ভালোভাবেই।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতায় সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান সফর অনিশ্চিত।
সামনেই বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর। কদিন আগেই এই সিরিজ দুটিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দলও ঘোষণা হয়ে গেছে। এর মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনাও ঘটেছে।
শ্রীলঙ্কা সফরে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়া থেকে মাত্র ৬ রান দূরে ছিলেন আজিজুল হাকিম তামিম। এমন সময় কুগাদাস মাথুলানের বলে সুহাস ফার্নান্দোকে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। আজিজুল তামিমের সেঞ্চুরির আক্ষেপের একটু পরই কলম্বোতে হানা দেয় বৃষ্টি। ম্যাচ খেলার মতো অবস্থা না থাকায় পরিত্যক্ত হয়েছে যুবাদের সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচটি। এগিয়ে থাকায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার ব্যবধান এখন মাত্র ৭৩ রেটিং পয়েন্ট।
মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে পাঁচ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ 'এ' দল। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানভির ইসলামদের দাপটে ৪৩.১ ওভারে ২৫৭ রানের মধ্যেই গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড 'এ' দল। ফলে ৮৭ রানে জিতেছে বাংলাদেশ 'এ' দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ 'এ' দল।
তাসকিন আহমেদের বাঁ পায়ের গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। এই কারণে ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এই পেসার। সেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। মঙ্গলবার এই পেসারের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।