৪৬ কোটির বকেয়া মেটাতে বিসিবির সঙ্গে আলোচনায় বসছে চিটাগং কিংস
বিপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পাওনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অনেক আলোচনার পরও সেই বকেয়া টাকা আদায় করতে পারেনি বিসিবি। এবার সেই অর্থ উদ্ধার করতে আইনি ব্যবস্থা হাতে নিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের এই অবিভাবক সংস্থা লম্বা সময় ধরে কোর্ট অব আরবিট্রেশন পরিচালনা করেও সফল হয়নি। উল্টো আরবিট্রেশন পরিচালনার জন্য নিজেদের হাত থেকে অনেক অর্থ খরচ করতে হচ্ছে বিসিবিকে।