এবছরই রাজশাহীতে হবে বিপিএল, প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ
এবছরই রাজশাহীতে হবে বিপিএল, প্রত্যাশা যুব উপদেষ্টার
গণমাধ্যমে কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভিন্ন ভিন্ন নামে হলেও প্রায় প্রতি বছরই বিপিএলে অংশ নেয় রাজশাহী। তবে এর সাথে একটা আফসোসও ছিল, উত্তর বঙ্গের এই বিভাগে কখনোই আয়োজিত হয়নি কোনো বিপিএল ম্যাচ। কিন্তু এবার রাজশাহীর ক্রিকেট সমর্থকদের সেই আক্ষেপের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে আসন্ন বিপিএল থেকেই রাজশাহীতে ম্যাচ আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি)।

বিপিএল শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় সংস্কার করতে আগ্রহী এনএসসি। শুধু রাজশাহী নয়, খুলনা এবং বরিশালেও বিপিএল আয়োজন করতে চায় বিসিবি এবং এনএসসি।

এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের তিনটা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএল সহ ম্যাচগুলো হয়ে থাকে। এটাকে আমরা একটু বিকেন্দ্রীকরণ করার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি।'

'রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অনুশীলনের জায়গায় ১৬টি প্র্যাকটিস পিচ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাইলন নেট স্থাপন করা হচ্ছে। এই বাজেট অনুমোদন করা হয়েছে। সহসা কাজ শুরু হয়ে যাবে।'

ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করার লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে বিসিবি। ঢাকা,চট্টগ্রাম এবং সিলেটের বাইরেও সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চায় সংস্থাটি। এক্ষেত্রে বিসিবিকে সার্বিক সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আরো পড়ুন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া