
‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ফর্মে আছেন সাইফ হাসান। সেই ফর্মের প্রতিদান পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ৬ ম্যাচে ১৩২ রান করেছেন তিনি। পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করতে পারেননি তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। তিন বছরের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে নেদারল্যান্ডস ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। যদিও জাকের আলী অনিকের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সোহানকে। সেই সঙ্গে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে ফেরানোর ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।
অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমীর বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে যাত্রা শেষ করল বাংলাদেশ 'এ' দল। আগেই ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় নুরুল হাসান সোহানের দল। শেষ ম্যাচটি ছিল তাই শুধু আনুষ্ঠানিকতা। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ 'এ' দল। জবাবে খেলতে নেমে বল হাতে রেখেই জয় তুলে নেয় স্ট্রাইকার্স।
পাওয়ার হিটিংয়ের ঘাটতি কাটিয়ে উঠতেই এশিয়া কাপের আগে জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে লিটন দাস, জাকের আলী অনিকম তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারিদের সঙ্গে কাজ করছেন ইংলিশ এই কোচ। ২৮ দিনের চুক্তিতে বাংলাদেশে আসা জুলিয়ান জানালেন, পাওয়ার হিটিং পুরোপুরি একটা প্রক্রিয়ার বিষয়। দুই কিংবা এক সপ্তাহের মধ্যেই পাওয়ার হিটিং পুরোপুরি আয়ত্ত্ব করা যে সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিলেন তিনি।
একটা সময় মানসম্পন্ন পেসারের জন্য হাপিত্যেশ করা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে হয়ে উঠেছে পেসারদের কারখানা। সবশেষ কয়েক বছরে পেসারদের পরিবর্তনে ‘পেস বিপ্লব’ও হয়ে গেছে দেশের ক্রিকেটে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে দলের কাণ্ডারি হয়ে উঠেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরা। বাংলাদেশের পেসারদের এমন পরিবর্তনে মুগ্ধ হয়েছেন স্টুয়ার্ট ল।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে বাংলাদেশ দলে না ফেরানোয় সবশেষ কয়েকমাস বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচক প্যানেলকে। ঘরোয়ার পারফরম্যান্সে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গায় পেয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন সোহান। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এই বিশ্ব আসরের প্রস্তুতির জন্য উপমহাদেশের কোনো দলের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা ছিল নেদারল্যান্ডসের।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে যেতে হলে মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ ‘এ’ দলের। এমন ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে বোলিংয়ে প্রত্যাশা মেটাতে না পারায় ৩ উইকেট হারতে হয়েছে নুরুল হাসান সোহানদের। ১১ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সবাই। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুইটিতে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জিততে শেষ ২৪ বলে মেলবোর্ন স্টারস একাডেমির প্রয়োজন ছিল ৩৭ রান, হাতে ৫ উইকেট। এমন সমীকরণের সময় তোফায়েল আহমেদের হাতে বল তুলে দেন নুরুল হাসান সোহান। নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দেয়া ডানহাতি এই পেসার সেই ওভারে ২ ছক্কা ও এক চারে দিয়েছেন ২২ রান। তোফায়েলের সেই ওভারেই বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। পরের ওভারে ৬১ রানের ইনিংস খেলা মার্লোকে হাসান মাহমুদ ফেরালেও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত মার্লোর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে মেলবোর্ন। পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় হার। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ১ ওভারে ২ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে অ্যান্টিগা। জবাবে খেলতে নেমে ১৫৯ রানে থেমেছে ত্রিনবাগোর ইনিংস।
দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব আনাম। নানা ভূমিকায় লম্বা সময় দেশের ক্রিকেট নিয়ে কাজ করার পর বিসিবি থেকে সরে যাচ্ছেন তিনি। বিসিবির আগামী নির্বাচনে অংশ নিতে অনাগ্রহী মাহবুব আনাম। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র।