বিপিএলে গেইলের ছক্কার "১০০"

সংবাদ
বিপিএলে গেইলের ছক্কার "১০০"
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

আরো একবার গেইল ঝড় দেখলো বিপিএল। মঙ্গলবার বিপিএলের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়। বিপিএলে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। 

দুর্দান্ত এই সেঞ্চুরির পাশাপাশি বিপিএল টুর্নামেন্টে ছক্কার সেঞ্চুরিও করেছেন গেইল। আর নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়ও। 

ছক্কার এই তালিকার দ্বিতীয়তে রয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান। গেইলের থেকে অনেকটাই পিছিয়ে আছেন তিনি। বিপিএলের আসরে সর্বমোট ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। 

সুতরাং খুব সহজেই বলা যাচ্ছে গেইলের এই রেকর্ডটি সহসা কেউ ভাঙ্গতে পারছে না। বিপিএলের ক্যারিয়ার শেষে এই রেকর্ডটি কোথায় নিয়ে যাবেন তিনি সেটি ঘুনাক্ষরেও কেউ কল্পনা করতে পারবে না। 

উল্লেখ্য এখন পর্যন্ত আজকের ম্যাচটি সহ মোট ১১টি ম্যাচে ২ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন গেইল। অপরদিকে অর্ধশতক আছে ৩টি।   

আরো পড়ুন: this topic