promotional_ad

লিটনের মতোই পারফর্ম করতে চান অঙ্কন

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ক্রিকফ্রেঞ্জি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বিরতি দেয়া হয়েছে লিটন দাসকে। তার জায়গায় জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন না থাকায় মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে উইকেটের পেছনেও দায়িত্ব পালন করতে হবে তাকে।

promotional_ad

এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছেন অঙ্কন। গত বছর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয় এই তরুণ ব্যাটারের। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে আসে মোটে ২৯ রান। লিটন হুট করে জ্বরে আক্রান্ত হওয়ায় সেবার তড়িঘড়ি করে চট্টগ্রামে উড়িয়ে নেয়া হয় অঙ্কনকে।


আরো পড়ুন

তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন

৬ মার্চ ২৫
মোহামেডানের জয়ের নায়ক মাহিদুল ইসলাম অঙ্কন  ও তাওহীদ হৃদয়কে অভিবাদন জানাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

এবার লিটনের জায়গাতেই দলে ফিরেছেন অঙ্কন। এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন লিটনের মতো পারফর্ম করেই দলের জন্য অবদান রাখতে চান তিনি। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার অঙ্কন। তার আশা সেই পারফরম্যান্স জাতীয় দলের হয়েও করার।


নিজের লক্ষ্যের কথা জানিয়ে অঙ্কন বলেন, 'এটা আমাদের দেশের খেলা। আমরা যেই সুযোগ পাবো চেষ্টা থাকবে যেন আমরা দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা যেন আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে পারি। ওই সুযোগটা যদি পাই লিটন ভাই অনেক বছর ধরে ভালো খেলছে আশা করছি আমিও ভালো করব।'


promotional_ad

প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও তাদের খাটো করে দেখার সুযোগ দেখছেন না অঙ্কন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত থাকা এই ক্রিকেটার ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে নামার আগেও বেশ আত্মবিশ্বাসী। আগে ভাগেই যেহেতু জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে তাই প্রস্তুতিরও কোনো ঘাটতি থাকবে না বলে আশাবাদী তিনি।


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

অঙ্কন বলেছেন, 'আন্তর্জাতিক খেলা এখানে ছোটো বড় করে দেখার সুযোগ নেই। সামনেই সিরিজ আসছে এটা নিয়েই আপাতত চিন্তা করছি। টেস্ট ক্রিকেট একই রকম যেভাবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থাকি। চেষ্টা থাকবে একই প্ল্যান নিয়ে খেলার। এটা যদিও ভিন্ন ফরম্যাট। তবে আগে থেকেই যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে আমাদের জন্য দ্রুত মানিয়ে নেয়া সহজ হবে। আশা করছি ভালো প্রস্তুতি নিতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball