নাহিদ রানার ব্যাপারে বিসিবিকে সতর্ক করলেন অ্যামব্রোস

ছবি: ক্রিকফ্রেঞ্জি

সাম্প্রতিক সময়ে টেস্টে বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এই গতি তারকা। বল হাতে প্রথম ইনিংসে ৬১ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি।
পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন
২৭ মার্চ ২৫
দ্বিতীয় ইনিংসে নেন ৩২ রান খরচায় এক উইকেট। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারানোর পেছনে অমূল্য অবদান রাখেন এই পেসার। যার কারণে সেই সিরিজে ধারাভাষ্য দেয়া অ্যামব্রোসের কাছেও বাহবা পেয়েছেন তিনি।
ক্রিকফ্রেঞ্জিকে অ্যামব্রোস বলেন, 'আমি ফাস্ট বোলার নাহিদ রানাকে দেখেছি, যে ১৫০ গতিবেগে বোলিং করে। তার পেস অসাধারণ, কিন্তু বয়স মাত্র ২২। ভবিষ্যতে সে দারুণ একজন খেলোয়াড় হবে। তারা যদি তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তাহলে সে ভবিষ্যতে দারুণ করবে।'

নাহিদকে দেখভালের জন্য বিসিবিকে পরামর্শও দিয়েছেন নিজের সময়ের অন্যতম সেরা এই পেসার। অ্যামব্রোসের মতে নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যদি বিসিবি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে আরও অনেক দূর যাবে।
অসাধারণ পেসার-স্পিনারদের বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, বিশ্বাস অ্যামব্রোসের
১১ ডিসেম্বর ২৪
বিসিবিকে সতর্ক করে অ্যামব্রোস আরও বলেন, 'বিসিবিকে এই ব্যাপারে অনেক সচেতন হতে হবে। রানার বয়স মাত্র ২২। সে এখনও উন্নতি করার চেষ্টা করছে। সে সামনে যত খেলবে তত বেশি ভালো করবে। আমি পরামর্শ দিবো, তাকে আগে থেকে বেশি বেশি বল না করানো। তাকে তার খেলাটা উপভোগ করতে দিন। তাকে উন্নতি করতে দিন। সে আরও ভালো করবে।'
'এতো জোরে বোলিং করতে পারলে, আপনি চাইবেন তাকে দিয়ে আরও বোলিং করাতে। তাই তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তাকে উপভোগ করতে দিন, উন্নতি করতে দিন। এটা ধীর প্রক্রিয়া। সে সামনে যত খেলবে তত বেশি ভালো করবে। এতো দ্রুত তাকে দিয়ে এতো বেশি বোলিং করাবেন না। তাহলেই সে ঠিক থাকবে।'