অ্যাথলেটিক্স ট্র্যাকে সবার সেরা নাহিদ রানা

বাংলাদেশ
অ্যাথলেটিক্স ট্র্যাকে সবার সেরা নাহিদ রানা
অ্যাথলেটিক্স ট্র্যাকে সবার সেরা নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ব্যস্ত সূচির আগে ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে আজ সকালে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক্স ট্র্যাকে হয় তাদের দৌড় ও শারীরিক সক্ষমতা যাচাই। ১৬০০ মিটার দৌড়ে সবার চেয়ে ভালো করেন তরুণ পেসার নাহিদ রানা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত দুই বছর ধরে জাতীয় দলের ফিটনেস যাচাইয়ের জন্য এই ফরম্যাট অনুসরণ করছে। বিশেষ করে বড় কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের শারীরিক অবস্থা বোঝার জন্য ৪০০ মিটারের ট্র্যাকে চার চক্করের দৌড় চালু করা হয়েছে।

আজ রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে ফিটনেস সেশন। তবে ক্রিকেটাররা মাঠে পৌঁছান সাড়ে ৬টার দিকে। বিসিবির ট্রেনার নাথান কেলির অধীনে চলে পুরো সেশন। প্রাথমিক এশিয়া কাপ স্কোয়াডের সদস্য ছাড়াও টেস্ট পুলের কয়েকজন ক্রিকেটার অংশ নেন এ পরীক্ষায়।

সবার দৌড়ের টাইমিংয়ের মধ্যে সেরা ছিলেন নাহিদ রানা। মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ডে ১৬০০ মিটার শেষ করেন তিনি। তার পরে ছিলেন পেসার তানজিম হাসান সাকিব, যিনি সময় নিয়েছেন ৫ মিনিট ৫৩ সেকেন্ড।

এর আগেও, চলতি বছরের এপ্রিল মাসে একই ভেন্যুতে হয়েছিল ফিটনেস পরীক্ষা। তখনও একই প্রক্রিয়ায় অ্যাথলেটিক্স ট্র্যাকে ক্রিকেটারদের সক্ষমতা যাচাই করেছিল বোর্ড।

এই ক্যাম্পের ফিটনেস অংশ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রস্তুতি ক্যাম্প। সেখানেই ৩০ অগাস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে।

আরো পড়ুন: নাহিদ রানা