আসন্ন এই বিগ ব্যাশে তিনি সিডনি থান্ডারের হয়ে খেলবেন। তিনি শুরুর দিকে শুধু কিছু লিগ ম্যাচ ও প্লে-অফে অংশ নেওয়ার জন্য চুক্তি করেছিলেন দলতির সঙ্গে। মূলত আইএল টি-টোয়েন্টির নিলামে রাখা হয়েছিল অশ্বিনকে। ধারণা করা হচ্ছিল চড়া মূল্যে বিক্রি হবেন সদ্য অবসর নেয়া এই ক্রিকেটার।
যদিও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে বিগ ব্যাশের পুরো মৌসুমে খেলার পথই বেছে নিয়েছেন তিনি। বিগ ব্যাশের এবারের আসর শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। আইএল টি-টোয়েন্টিতে দল না পেয়ে হতাশ অশ্বিন।
তিনি ক্রিকবাজকে বলেছেন, 'এটাই ছিল আমার ন্যূনতম চাওয়া, এবং আমার ক্যারিয়ারের এই পর্যায়ে যদি আমার মূল্যায়ন সেই অনুযায়ী না হয়, তবে আমি খুশি মনে না খেলতেই রাজি। কয়েকদিন আগেই আমি নিলাম থেকে সরে আসতে যাচ্ছিলাম থান্ডারের সঙ্গে চুক্তির কারণে। তবে যেহেতু আমি আইএল টি-টোয়েন্টিকে কথা দিয়েছিলাম যে নিলামে অংশ নেব, তাই কথা রেখেছি। কিন্তু আমি বেস প্রাইস কমাতে রাজি হইনি।'
সিডনি থান্ডারের হয়ে পুরো মৌসুমে খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে অশ্বিন বলেন, 'আমি সিডনি থান্ডারের হয়ে পুরো মৌসুমের জন্য চুক্তি করেছি।' বিগ ব্যাশের গত আসরটা ভালো যায়নি সিডনি থান্ডারের। ট্রেভর বেলিসের অধীনে তারা গত মৌসুম শেষ করেছিল তৃতীয় স্থানে থেকে। এবার অশ্বিনকে নিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকবে দলটি।