প্রিটোরিয়ার কোচ হলেও আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট
ছবি: সংগৃহীত
২০২২ সালের জুলাইয়ে গ্রাহাম থর্পের জায়গায় আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ট্রট। দেড় বছরের চুক্তিতে দায়িত্ব নিয়ে আফগানিস্তানকে দারুণ সময় উপহার দিচ্ছেন তিনি। কদিন আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে আফগানিস্তান। শুধু তাই নয় বাংলাদেশের আগে আয়ারল্যান্ড ও সাউথ আফ্রিকাকেও ৫০ ওভারের ক্রিকেটে হারিয়েছে তারা।
দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টেও আফগানদের সাফল্য এনে দিয়েছেন সাবেক ইংলিশ এই ব্যাটার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল আফগানরা। অস্ট্রেলিয়াকে বাগে পেলেও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের কাছে হারতে হয়েছিল তাদের। তবে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করে তারা।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল হিসেবে দারুণ সাফল্য পেয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয় তারা। সেরা আটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালেও উঠেন রশিদরা। যদিও সেমিতে সাউথ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় আফগানরা।
রশিদ, মোহাম্মদ নবি, ফজলহক ফারুকিদের সামনে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার চ্যালেঞ্জ। প্রস্তাবিত সূচি অনুযায়ী, পাকিস্তানে হতে যাওয়া ৫০ ওভারের টুর্নামেন্টে ভালো করতে ট্রটকে ধরে রাখছে এসিবি। ডিসেম্বরের শেষে চুক্তি শেষ হওয়ার কথা ছিল ট্রটের। তবে এর আগেই আরও এক বছরের মেয়াদ বাড়িয়েছে তারা।
ফলে আগামী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। মাঝে যদিও সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করবেন তিনি। আগামী জানুয়ারিতে প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন গ্রাহাম ফোর্ডের স্থলাভিষিক্তি হওয়া এই ট্রট।