টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ট্রট
আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল জোনাথন ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল জোনাথন ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে পেন্ডুলামের মতো ঝুলছিল তিন দলের ভাগ্য। শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। সঙ্গে বাংলাদেশ দলও পেয়েছে সুপার ফোরের টিকিট।
গত বেশ কয়েকটি সিরিজ ধরেই ওপেনিং নিয়ে ধুঁকছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মধ্যে বড় কোনো জুটিই গড়ে ওঠেনি। কোনোদিন তানজিদ ভালো খেলেছেন আবার কোনোদিন ইমন ভালো খেলেছেন। ফলে বড় জুটি পাওয়া হয়নি বাংলাদেশের।
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে আফগানিস্তান। এই ম্যাচের আগে আফগানদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ জোনাথন ট্রট। সেখানে আফগান কোচকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ চাপে থাকবে কিনা। তার ধারণা বাংলাদেশ চাপেই থাকবে।
আইএল টি-টোয়েন্টির দল গালফ জায়ান্টসের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। আসন্ন মৌসুমের জন্য তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জোনাথন ট্রটকে। আর বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেন বন্ডকে।
আফগানিস্তানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জোনাথন ট্রট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব নেয়ায় আফগানিস্তানের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ইংল্যান্ডের সাবেক ব্যাটারকে ছেড়ে দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন চুক্তিতে আরও এক বছর রশিদ খানদের কোচ হিসেবে কাজ করবেন ট্রট।