‘নিজের খেয়াল রেখো, ফিটনেসের যত্ন নিও’ নাহিদকে বলেছিলেন ওয়ালশ
ছবি: ক্রিকফ্রেঞ্জি
সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এই গতিতারকা।বল হাতে প্রথম ইনিংসে ৬১ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি।
জীবনের অনেক কিছু বদলে দিতে পারে, পিএসএলে দল পেয়ে নাহিদ
১৬ জানুয়ারি ২৫দ্বিতীয় ইনিংসে নেন ৩২ রান খরচায় এক উইকেট। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারানোর পেছনে অমূল্য অবদান রাখেন এই পেসার। যার কারণে ওয়ালশের কাছেও বাহবা পেয়েছেন তিনি।
নাহিদ রানা বলেন, ‘জ্যামাইকাতে শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ বলেছেন– তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন নতুন শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই। আমিও যেসব দেশে যাচ্ছি নতুন নতুন (বিষয়) শিখছি। শিক্ষার কোন শেষ নেই তো, আমি এখানে এসেও শিখতেছি। এই ওয়েদার কিংবা ওয়েস্ট ইন্ডিজে কেমন বল করা উচিৎ সেটা জানতে পারছি।’
ক্যারিবিয়ানদের হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ
৫ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে ১-১ সমতা নিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে নিজের ব্যাটিং নিয়ে বাড়তি মনোযোগী এই পেসার। দলের জন্য অন্তত ১৫-২০ রান করতে পারলেই খুশি তিনি।
২২ বছর বয়সী এই পেসার আরও বলেন, ‘যেকোনো জিনিস আসলে এনজয় করলে কখনো কঠিন মনে হয় না। উনি যেটা বলছিলেন তা অন্যরকম, বেসিকটা ঠিক রাখতে, যাতে সবকিছু সুন্দর থাকে এটাই আর কি। আমি দলের জন্য ১৫-২০টা রান করতে পারলে যথেষ্ট।’