তিনি জানিয়েছেন আফগানদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী তারা। আপাতত প্রথম ম্যাচে ভালো করাই লক্ষ্য বাংলাদেশের। এরপর সিরিজ জয়ের লক্ষ্য থাকবে বাংলাদেশের। দলটিতে আছেন রশিদ খান, নূর আহমেদ ও মোহাম্মদ গাজানফারের মতো বিশ্বমানের স্পিনার। তাদের মোকাবেলা করতে মুখিয়ে আছেন সাইফ।
তিনি বলেন, 'আগে প্রথম ম্যাচ, আমরা যদি প্রথম ম্যাচ ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রথম ম্যাচে। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগী হবে। সো হোপফুলি আমরা এই সিরিজটা ক্যাশ ইন করতে পারবো।'
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে শক্তিমত্তায় বাংলাদেশের খুব কাছাকাছি আফগানরা। তবে সম্প্রতি এশিয়া কাপের তাদের হারানোর স্মৃতি আছে বাংলাদেশের। সেই ম্যাচই অনুপ্রেরণা যোগাতে পারে বাংলাদেশ দলকে।
নিজেদের প্রস্তুতি নিয়ে সাইফ বলেন, 'ওটা জানি না ওরা কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেন্থ অনুযায়ী খেলতে পারি, আমরা গিভেন ডে'তে আমরা যেকোনো টিমকে হারাতে পারি। সো আমরা আমাদের স্ট্রেন্থ নিয়ে আমরা যদি কাজ করি আর আমাদের উইকনেস নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ওটাই আমাদের...'
সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তি ছিলেন সাইফ। ওপেনিংয়ে ব্যাট করে প্রায় প্রতি ম্যাচেই রানের দেখা পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
নিজের পরিকল্পনা নিয়ে সাইফ বলেন, 'আমার কাজ পারফর্ম করা, পারফর্ম করছি। এশিয়া কাপ শেষ, এখন চেষ্টা করবো সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করার। তো সম্পূর্ণ ফোকাস সামনের সিরিজ আফগানিস্তানের সাথে।'