ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ, 'আত্মবিশ্বাসী' জাহানারা
ছবি: সংগৃহীত
শনিবার সিলেটের মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার। কারণ এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে।
লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
১২ জানুয়ারি ২৫দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। বাংলাদেশ দলের পেসার জাহানারা আলম মনে করেন ব্যাটাররা যে ফর্মে রয়েছেন তাতে করে বাংলাদেশের ঘুরে দাঁড়াতে বেগ পেতে হবে না। এই বিশ্বাস দলের সবার মধ্যে অটুট আছে বলেও জানিয়েছেন তিনি।
বিসিবির পাঠানো এক ভিডিওতে জাহানারা বলেন, '(প্রথম টি-টোয়েন্টিতে) শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের সকলের আছে।’
পাঁচ মাসেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন জাহানারা। ফেরার ম্যাচে স্মরণীয় কিছু করতে পারেননি এই পেসার। আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৫ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। সেই সঙ্গে বাংলাদেশ ম্যাচ হারায় হতাশ তিনি।
জাহানারা বলেছেন, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সব সময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’