দলটির ভরসা হয়ে টিকে আছেন সেনুরান মুথুসামি। ১ রান নিয়ে অপরাজিত আছেন কাইল ভেরেইনা। প্রথম দিনে ভারতের সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব। এই স্পিনার একাই নিয়েছেন ৩টি উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।
এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় সাউথ আফ্রিকা। ওপেনিং জুটিতেই ৮২ রান যোগ করেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। অবশ্য এই জুটিতে ভারতের ফিল্ডারদেরও ভূমিকা কম নয়। ব্যক্তিগত ৪ রানেই মার্করামকে জীবন দিয়েছিলেন লোকেশ রাহুল।
সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন মার্করাম। ইনিংসের ২৭তম ওভারে ৩৮ রান করা মার্করামকে ফেরান বুমরাহ। আর ৩৫ রান করা রিকেলটন আউট হয়েছেন চায়নাম্যান কুলদীপের শিকার হয়ে। এই দুজনের বিদায়ের পর সাউথ আফ্রিকার হাল ধরেন ট্রিস্টিয়ান স্টাবস ও অধিনায়ক বাভুমা।
তারা তৃতীয় উইকেটে যোগ করেন আরও ৮৪ রান। এখন পর্যন্ত সাউথ আফ্রিকার এটাই সর্বোচ্চ রানের জুটি। বাভুমা ৪১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। হাফ সেঞ্চুরি করতে পারেননি স্টাবসও। তিনি ৪৯ রান করে আউট হন। দুজনে আউট করেন যথাক্রমে জাদেজা ও কুলদীপ।
উইয়ান মুল্ডারের ব্যাট থেকে আসে ১৩ রান। দিনের শেষভাগে টনি ডি জর্জি আউট হয়েছেন ২৮ রান করে। তাদের দুজনকে ফেরান সিরাজ ও কুলদীপ। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই প্রথম দিনের খেলার ইতি টানতে হয় আম্পায়ারদের। প্রথম দিনে ৮১.৫ ওভারে খেলা হয়েছে মোটে।