promotional_ad

১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট পাবেনই: অ্যাডামস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। অভিষেকের পর থেকেই গতির ঝড় তুলে সবার নজর কেড়েছেন এই পেসার। গতির কারণেই নাহিদ উইকেট পাবেন বলে মনে করেন বাংলাদেশ দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

promotional_ad

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নাহিদের তোপে মাত্র ১৪৬ রানে অল আউট হয় ক্যারিবীয়রা। আর তাতেই বাংলাদেশ ১৮ রানের লিড নিশ্চিত করেছে। এরপর দারুণ ব্যাটিং করে ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। 


এর কৃতিত্ব রানাকে দিয়ে বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন, আপনি আসলে উইকেট পাবেনই। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই ও প্রথম ম্যাচে খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে।’


promotional_ad

এদিকে নিজের বোলিং নিয়ে খুশি রানাও। তিনি জানিয়েছেন বেশি কিছু করার চেষ্টা না করেই সফল হয়েছেন তিনি। বিসিবির পাঠানো এক ভিডিওতে এই পেসার বলেছেন, ‘ব্যাটসম্যানরা এখানে অনেক কিছু চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।’


রানা মনে করেন লাইন টু লাইন বোলিং করেই সাফল্য পেয়েছেন তিনি। বাকি কাজটা ব্যাটারদের এটা মনে করিয়ে দিয়েছেন তরুণ এই পেসার। রানার বিশ্বাস বাংলাদেশ ২৫০ এর উপরে রান করতে পারলে দলের পেসার ও স্পিনাররা ক্যারিবীয়দের কঠিন চ্যালেঞ্জ নিতে পারেন।


সেই আশ্বাস দিয়ে রানা বলেছেন, ‘আমরা এখন ভালো জায়গায় আছি, এখান থেকে যদি ২৫০ রানের ওপরে যেতে পারি, চার নম্বর দিনে উইকেট কঠিন হবে, বাউন্স অসমান থাকবে, স্পিনাররা টার্ন পাবে, চার নম্বর দিন থেকে ভালো কিছু একটা বের করব ইনশা আল্লাহ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball