১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট পাবেনই: অ্যাডামস

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নাহিদের তোপে মাত্র ১৪৬ রানে অল আউট হয় ক্যারিবীয়রা। আর তাতেই বাংলাদেশ ১৮ রানের লিড নিশ্চিত করেছে। এরপর দারুণ ব্যাটিং করে ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশের অপেক্ষায় সালমান
১২ ঘন্টা আগে
এর কৃতিত্ব রানাকে দিয়ে বোলিং কোচ বলেছেন, ‘আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন, আপনি আসলে উইকেট পাবেনই। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই ও প্রথম ম্যাচে খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে।’

এদিকে নিজের বোলিং নিয়ে খুশি রানাও। তিনি জানিয়েছেন বেশি কিছু করার চেষ্টা না করেই সফল হয়েছেন তিনি। বিসিবির পাঠানো এক ভিডিওতে এই পেসার বলেছেন, ‘ব্যাটসম্যানরা এখানে অনেক কিছু চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।’
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
রানা মনে করেন লাইন টু লাইন বোলিং করেই সাফল্য পেয়েছেন তিনি। বাকি কাজটা ব্যাটারদের এটা মনে করিয়ে দিয়েছেন তরুণ এই পেসার। রানার বিশ্বাস বাংলাদেশ ২৫০ এর উপরে রান করতে পারলে দলের পেসার ও স্পিনাররা ক্যারিবীয়দের কঠিন চ্যালেঞ্জ নিতে পারেন।
সেই আশ্বাস দিয়ে রানা বলেছেন, ‘আমরা এখন ভালো জায়গায় আছি, এখান থেকে যদি ২৫০ রানের ওপরে যেতে পারি, চার নম্বর দিনে উইকেট কঠিন হবে, বাউন্স অসমান থাকবে, স্পিনাররা টার্ন পাবে, চার নম্বর দিন থেকে ভালো কিছু একটা বের করব ইনশা আল্লাহ।’