promotional_ad

এমন হারের ময়নাতদন্ত চান না রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং

২২ ফেব্রুয়ারি ২৫
রিকি পন্টিং ও রোহিত শর্মা

ঘরের মাঠে টানা ১২ বছর পর টেস্ট সিরিজ হেরেছে ভারত। যা মানতে পারছে না দেশটির সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা। যেভাবে ভারতকে উড়িয়ে দিয়ে তাদেরই ঘরের মাঠে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড, তাতে চারদিকে চলছে ভারতকে নিয়ে আলোচনা সমালোচনা। যদিও সেসবে কান নেই রোহিত শর্মার। ভারতের অধিনায়ক এমন হারের ময়নাতদন্ত করতে চান না।


মূলত তার দাবি, দল হিসেবেই খারাপ খেলেছে ভারত। ভারতের ক্রিকেটাররা চাপ নিতে ব্যর্থ হয়েছে বলেই জানিয়ে দেন তিনি। উইকেট নিয়ে অবশ্য কোনো অজুহাত দেননি রোহিত। তার মতে, ভালো উইকেটে খেলেও ব্যর্থ হয়েছে দল।



promotional_ad

রোহিত বলেন, 'আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করিনি। পিচ অতটাও খারাপ ছিল না। আমরা তাদের প্রথম ইনিংসের রানের কাছেও যেতে পারেনি। খেলা যত গড়িয়েছে পিচ ভিন্ন রকম আচরণ করতে শুরু করেছে। আমরা রান করতে চাইছিলাম। গিল-জয়সওয়াল পার্টনারশিপের পর আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমরা চাপের মুখে সাড়া দিতে ব্যর্থ হয়েছি।'


আরো পড়ুন

ওয়ানডেতে আমি এভাবেই খেলি: কোহলি

১ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর বিরাট কোহলি, ফাইল ফটো

'আমার কারো সক্ষমতা নিয়ে সন্দেহ নেই। আমি খুব বেশি ময়নাতদন্তও করতে চাই না। ব্যাটারদের তাদের পরিকল্পনার ওপর আস্থা রাখতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটাররা আমাদের দেখিয়ে দিয়েছে যে আপনি নির্দিষ্ট একটা উপায়ে খেলতে থাকলে তা কাজে আসে। তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল এবং তাদের আত্মবিশ্বাসও আমাদের চেয়ে বেশি ছিল।'


এই সিরিজের আগে ঘরের মাঠে টানা ১৮টা টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর তাই এই হারের পরও আত্মবিশ্বাসে চিড় ধরেনি রোহিতের। একটানা সিরিজ জিততে জিততে হুট করে হেরে গেলে, তাতে অবাক হওয়ার কিছু দেখছেন না ভারতের অধিনায়ক।



রোহিত আরও বলেন, 'শেষ দুইটা ম্যাচে সব খারাপ গেছে। এর আগে আমরা টানা ১৮ টা সিরিজ জিতেছি, সেখানে আমাদের অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছে। আমরা ভারতের অনেক চ্যালেঞ্জিং পিচে খেলেছি। এরকম হয়, যখন আপনি অনেক জিতবেন, হঠাত একটা সিরিজ আসবে যেখানে আপনি চাইলেও সব ঠিকমতো ???রতে পারবেন না।'


চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটা ভারতের চতুর্থ পরাজয়। টানা দুই ম্যাচে হেরেও ৬২.৮২ শতাংশ জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে ভারত। আর তাদের ঘরের মাটিতে সিরিজ হারিয়ে চারে উঠে এসেছে নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball