promotional_ad

আইপিএলে গুজরাটের কোচিং স্টাফে পার্থিব প্যাটেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়

১৬ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন পার্থিব প্যাটেল। ভারতের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার দলটির সহকারী কোচসহ একাধিক ভূমিকা পালন করবেন। সেইসাথে দলটির স্কাউটিং দলেও থাকবেন তিনি।


অর্থাৎ পার্থিবের অধীনে ভারতের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে আনবে গুজরাট। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। আইপিএলে কোচ হিসেবে এবারই প্রথম দায়িত্ব পাচ্ছেন পার্থিব।



promotional_ad

২০২০ সালে আইপিএল থেকে অবসর নেয়ার পর ২০২৩ সাল পর্যন্ত টানা তিন মৌসুম মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটিং টিমে ছিলেন পার্থিব। আইএলটি-টোয়েন্টি এর উদ্বোধনী মৌসুমে মুম্বাই এমিরেটসের ব্যাটিং কোচ ছিলেন তিনি।


ভারতের ইতিহাসে সাবেক উইকেটরক্ষকদের মধ্যে পার্থিবই হচ্ছেন দ্বিতীয়, যিনি কোনো দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফে যোগ দেন আরেক সাবেক উইকেটরক্ষক দীনেশ কার্তিক।


২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয়টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন পার্থিব। এর মধ্যে তিনবার শিরোপা জিতেছেন তিনি। ২০১০ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম আইপিএল শিরোপা জিতেন তিনি।



এরপর ২০১৫ এবং ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দু'বার আইপিএল শিরোপা জিতেন তিনি। ১৩৯ ম্যাচের ক্যারিয়ারে ১২০ এর বেশি স্ট্রাইক রেটে দুই হাজার ৮৪৮ রান করেন এই ওপেনার। গুজরাটের কোচিং স্টাফে আছেন আশিষ নেহরা (প্রধান কোচ), বিক্রম সোলাঙ্কি (ক্রিকেট পরিচালক) এবং আশীষ কাপুর (সহকারী কোচ)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball