
‘টি-টোয়েন্টিতে আমাকে আরো উন্নতি করতে হবে’, ৭৫৯ রানের পর সুদর্শন
আইপিএলের এবারের আসরে দলীয়ভাবে সাফল্য ধরা না দিলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল সাই সুদর্শন। গুজরাট টাইটান্স এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন বাঁহাতি এই তরুণ ব্যাটার। আসরে এখনও পর্যন্ত তিনিই শীর্ষ রান সংগ্রাহক।