promotional_ad

শর্ট বলে দুর্বলতা, অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত শ্রেয়াস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আরো আগেই খেলা শেষ করতে না পারায় হতাশ শ্রেয়াস

২৩ ঘন্টা আগে
৫৬ রানের ইনিংস খেলার পথে শ্রেয়াস আইয়ার , ফাইল ফটো

বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অনিশ্চিত শ্রেয়াস আইয়ার। মূলত পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়তে পারেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা পাননি শ্রেয়াস। কিছুদিন আগে তাকে দিলীপ ট্রফিতে খেলার নির্দেশ দেয় বিসিসিআই। এই টুর্নামেন্টে ভালো খেলে টেস্ট দলের দরজায় কড়া নাড়তে পারতেন তিনি। কিন্তু সেই সুযোগ হেলায় হারান এই ব্যাটার।



promotional_ad

ইন্ডিয়া 'ডি' দলের হয়ে চার ইনিংসে মাত্র ১০৪ রান করেন শ্রেয়াস। এর মধ্যে হাফসেঞ্চুরি আছে কেবল একটি। শূন্য রানে আউটও হয়েছেন একবার। তার শট সিলেকশন নিয়েও হয়েছে সমালোচনা। এবার জানা গেল, অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত তিনি।


আরো পড়ুন

ওয়ানডেতে আমি এভাবেই খেলি: কোহলি

২৪ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর বিরাট কোহলি, ফাইল ফটো

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতের একটি প্রভাবশালী মিডিয়াকে বলেন 'এই মুহূর্তে টেস্ট দলে শ্রেয়াসের কোনও জায়গা নেই। কার জায়গায় খেলবে ও? তাছাড়া দিলীপে ও যে ধরনের শট খেলেছে, সেটা উদ্বেগজনক। ক্রিজে ও সেট হয়ে গিয়েছিল, তার পরই অদ্ভুত শট খেলল। যখন ব্যাটিং পিচে তুমি সেট হয়ে যাবে, তখন সুযোগের সদ্ব্যবহার করা উচিত।'


সাম্প্রতিক সময়ে শর্ট বলে বেশ ভুগতে দেখা যাচ্ছে শ্রেয়াসকে। এ কারণেই মূলত অস্ট্রেলিয়া সফরে জায়গা হারাতে পারেন তিনি। তবে ইরানি ট্রফি কিংবা রঞ্জি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে শেষ মুহূর্তে জাতীয় দলে ঢুকেও যেতে পারেন তিনি।



সেই কর্মকর্তা আরও বলেন, 'শ্রেয়াস মুম্বাইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে পারে। যদি সেখানেও ভালো না খেলতে পারে, তাহলে সামনে রঞ্জি ট্রফি আছে। সেখানে রান করার সুযোগ পাবে। তা ছাড়া গত ওয়ানডে বিশ্বকাপেও শ্রেয়াস ভালো খেলেছে।'


'মাঝে চোট পেয়েছে। সেটাও মাথায় রাখতে হবে। তবে দিলীপ ট্রফির এখনও একটা ম্যাচ বাকি। কে বলতে পারে, সেখানে ও সেঞ্চুরি করবে না? তবে ওর শর্ট বলে যেরকম সমস্যা, তাতে অস্ট্রেলিয়া সফরে শ্রেয়াস যাবে না বলাই যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball