পুরো মৌসুমের এনওসি পাবেন না বাংলাদেশি ক্রিকেটাররা

আইপিএল
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলের পুরো আসরে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজে ব্যস্ত থাকার কারণে পুরো আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়া যাবে না। এর প্রভাব পড়তে পারে আইপিএলের নিলামেও। পুরো মৌসুমে পাওয়া না গেলে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে আগ্রহী নাও হতে পারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম রয়েছে। তাদের বেস প্রাইস ৩০ লাখ থেকে শুরু করে ২ কোটি রুপি পর্যন্ত। বাস্তবতায় আইপিএল দলগুলোর নজরে পড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কেবল মুস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসানের পর আইপিএলে সবচেয়ে বেশি খেলা ক্রিকেটার মুস্তাফিজ।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের খেলেছেন তিনি। আইপিএলের গত আসরে বদলি ক্রিকেটার হিসেবে তিনি খেলেছিলেন দিল্লিতে। এবার একই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি।

বাঁহাতি এই পেসারের নাম ছাড়াও নিলামে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তাদের কারোরই আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। ফলে তাদের দল পাওয়ার সম্ভাবনাও অনেকটাই কম।

এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবুধাবির ডব্লিউ হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া প্রি-অকশন বৈঠকে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিত জানাবে বিসিসিআই। যদিও সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে তারা বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা সংক্রান্ত প্রচলিত নিয়মই আবারও তুলে ধরেছে।

বিসিসিআইয়ের নিলাম-সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই প্লেয়ার অকশনের ক্ষেত্রে আইপিএল ২০২৬ মৌসুমের কোনো অংশে কোনো খেলোয়াড়ের সম্ভাব্য অনুপস্থিতি বিবেচনায় আনা হবে না। ধরে নেওয়া হবে খেলোয়াড় ১০০ ভাগ সময়ের জন্য উপলব্ধ, এবং সেই অনুযায়ী পুরো লিগ ফি স্যালারি ক্যাপ থেকে কেটে নেওয়া হবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল নির্ধারণে সহায়তার জন্য, আইপিএল ২০২৬ মৌসুমে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সম্ভাব্য প্রাপ্যতা বিসিসিআই জানিয়ে দেবে।'

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা খেলোয়াড়দের আইপিএলের জন্য এনওসি দেবে। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন রোববার ক্রিকবাজকে বলেছেন, 'আমরা চাই আমাদের খেলোয়াড়রা যতটা সম্ভব আইপিএল খেলুক। তাই মৌসুমের বেশির ভাগ সময়ের জন্যই তাদের এনওসি দেওয়া হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য কেবল ন্যূনতম প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের ডাকা হবে।'