promotional_ad

ম্যানচেস্টারে ইংল্যান্ডের একাদশে পটস, সহ-অধিনায়ক ব্রুক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কোয়াডে থাকলেও এক বছরের বেশি সময় ধরে ইংল্যান্ডের টেস্ট একাদশে সুযোগ মিলছে না ম্যাথু পটসের। অবশেষে ম্যানচেস্টারে হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গা মিলেছে ডানহাতি পেসারের। এক বছর পর পটসকে রেখে ঘোষিত একাদশে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন স্টোকস। শুরুতে গুরুতর মনে না হলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে হতে যাওয়া পুরো লাল বলের ক্রিকেটের সিরিজে থেকেই ছিটকে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। স্টোকসের বদলি হিসেবে একাদশে রাখা হয়েছে পটসকে।



promotional_ad

২০২২ সালে অভিষেক হওয়ার পর থেকে মাত্র ৬ টেস্ট খেলেছেন ডানহাতি এই পেসার। যেখানে ২৯.২৬ গড়ে ২৩ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ সালের জুনে হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ইংলিশদের একাদশে সুযোগ পাওয়া হয়নি তার। স্টোকসের চোটে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে ছিলেন ওলি স্টোন এবং জর্ডান কক্স। তবে শেষ পর্যন্ত পটসকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।


স্বীকৃত অলরাউন্ডার না হলেও পেস বোলিংয়ের পাশাপাশি লোয়ার-অর্ডারে ব্যাটিং করতে পারেন পটস। চলতি মৌসুমের শুরুতে ওয়ার্কশায়ারের বিপক্ষে অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন ডারহামের হয়ে। এদিকে একাদশে পরিবর্তন এসেছে ওপেনিংয়েও। জ্যাক ক্রলির আঙুলের চোটে জায়গা মিলেছে ড্যান লরেন্সের।


বেন ডাকেটের সঙ্গে ওপেন করতে দেখা যাবে তাকেই। ২০২২ সালের মার্চের পর এবারই প্রথম ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলবেন লরেন্স। ক্যারিয়ারে ১১ টেস্ট খেলা ডানহাতি এই ব্যাটার নিজের সবশেষ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এদিকে পেসার হিসেবে পটসের সঙ্গে একাদশে থাকছেন মার্ক উড, গাস অ্যাটকিনসন ও ক্রিস ওকস।



স্টোকস ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওলি পোপ। তিনে ব্যাটিং করা পোপের সহকারী হিসেবে দেখা যাবে ব্রুক। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়ার আলোচনায় এসেছে ব্রুকের নাম। গুঞ্জন আছে বাটলার দায়িত্ব ছাড়লে নেতৃত্ব পাবেন তরুণ এই ব্যাটার।

ইংল্যান্ড একাদশ: ড্যান লরেন্স, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, মার্ক উড, শোয়েব বশির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball