নতুন অধিনায়ক নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে কানাডা
গত বছরের অক্টোবরে কানাডার সুপার সিক্সটি টি-টেন টুর্নামেন্টে ২২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছিলেন দিলপ্রীত বাওজা। একই টুর্নামেন্টে ১৮ বলে ৫৭ রানের ইনিংসও খেলেছিলেন ২২ বছর বয়সি এই ব্যাটার। এখনো পর্যন্ত কানাডার হয়ে ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১৩৩.২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা দিলপ্রীতের আছে চারটি হাফ সেঞ্চুরিও।