৭ উইকেটের জয়ে সুপার সিক্সে বাংলাদেশের যুবারা
ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হাসানের সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রে দুইশর আগেই আটকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সহজ লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারের ব্যাটে ৭ উইকেটের সহজ জয় পেয়েছেন বাংলাদেশের যুবারা। যুক্তরাষ্ট্রকে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছেন আজিজুলরা।