‘এ’ দলে মুস্তাফিজের বদলি খালেদ, তাসকিনকে নিয়ে সুখবর

ছবি: মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ

বাঁহাতি এই পেসারের জায়গায় খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলা মুস্তাফিজ থাকবেন কয়েকদিনের বিশ্রামে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্রামের শর্তে মোহামেডানে মুস্তাফিজ, খেলবেন ফরহাদ-নাবিলও
১৬ এপ্রিল ২৫
শাহরিয়ার নাফিস বলেছেন, 'একটি পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ দলটা যখন করা হয় তখন মুস্তাফিজ ম্যাচের মধ্যে ছিল না। পরে যেহেতু সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে, তার ম্যাচ অনুশীলন হয়েছে বলেই মনে হয়েছে এবং অন্য কাউকে সুযোগ দেয়া হয়েছে।'
চলতি মাসেই পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আরব আমিরাতের বিপক্ষে শাহজাহতে ২টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মূলত এই দুটি সিরিজের আগে মুস্তাফিজকে ম্যাচের সুযোগ দিতেই 'এ' দলের স্কোয়াডে রাখা হয়েছিল। তবে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে পরে আরও তিনটি ম্যাচ খেলেন মুস্তাফিজ।

এলপিএল থেকে বিলুপ্ত তাসকিন-হৃদয়দের সাবেক ফ্র্যাঞ্চাইজি
৩০ এপ্রিল ২৫
সব মিলিয়ে পাঁচ ম্যাচে ২৮ ওভার বোলিং করেন তিনি। উইকেট শিকার করেন পাঁচটি। ম্যাচ অনুশীলন কিছুটা তাই হয়ে গেছে তার। তাই শেষ মুহূর্তে খালেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল। এদিকে চোটের কারণে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদকে নিয়ে অনিশ্চয়তা আছে।
এই মুহূর্তে এই পেসার রয়েছেন ইংল্যান্ডে। গোড়ালির চোটের কী অবস্থা, সেটা জানতে রোববার রাতে দেশ ছাড়েন তাসকিন। সেখানে গত ২৯ ও ৩০ এপ্রিল দুই চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার আরও একজন চিকিৎসকের শরণাপন্ন হন ডানহাতি অভিজ্ঞ এই পেসার। তিনজনই তাকে দিয়েছেন সুখবর।
চোটের কারণে আপাতত অস্ত্রোপচার করাতে হচ্ছে না তাকে। বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, অস্ত্রোপচার না লাগলেও রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হবে তাসকিনকে। ৩ থেকে ৪ সপ্তাহের রিহ্যাব চলতে পারে ফলে আরব আমিরাত সিরিজ ও পাকিস্তান সফরে এই পেসারকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
জুনে শ্রীলংকার মাটিতে পুর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তাই আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে তাসকিনকে ঝুঁকি নাও দিতে পারে ম্যানেজমেন্ট। ৫ মে থেকে শুরু হবে আসন্ন এই দুটি সিরিজের ক্যাম্প, সব ঠিক থাকলে ১৩ মে দুবাইয়ের বিমান ধরবে দল।