promotional_ad

গিলের সেঞ্চুরি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হোয়াইটওয়াশ ইংল্যান্ড

শেষ ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি করেছেন শুভমান গিল (বামে), ফাইল ফটো
শুভমান গিলের অসাধারণ সেঞ্চুরি এবং বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ ওয়ানডে সিরিজ দুই দলের।

promotional_ad

৩৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ দারুণ করে ইংলিশরা। দুই ওপেনার ফিল সল্ট এবং বেন ডাকেট স্কোরবোর্ডে তোলেন ৬০ রান। এরপর দলটির ছন্দপতন ঘটান আর্শদিপ সিং। ২২ বলে ৩৪ রান করা ডাকেটকে ফেরান তিনি। নিজের পরের ওভারে ২১ বলে ২৩ রান করা সল্টকেও ফেরান আর্শদিপ। তার স্লোয়ারে মিড অফে ক্যাচ দেন ডাকেট। প্রায় একইরকম স্লোয়ারে পয়েন্টে ক্যাচ দেন সল্ট।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৩ ঘন্টা আগে
আইসিসি

এরপর ৪৬ রানের জুটি গড়েন টম ব্যান্টন এবং জো রুট। এই জুটি ভাঙেন কুলদিপ যাদব। ৪১ বলে ৩৮ রান করে উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দেন তিনি। তারপর প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষদিকে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন গাস অ্যাটকিনসন। এরা ছাড়া ইংল্যান্ড দলে দুই অঙ্কের রান পেয়েছেন রুট (২৯ বলে ২৪) এবং হ্যারি ব্রুক (২৬ বলে ১৯)।


এ দিন ব্যাট হাতে কিছুই করতে পারেননি জস বাটলার (৬) এবং লিয়াম লিভিংস্টোন (৯)। ভারতের হয়ে এ দিন দুটি করে উইকেট নেন আর্শদিপ, হার্শিত, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদিপ।



promotional_ad

আহমেদাবাদে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান তোলে ভারত। একটা সময় মনে হচ্ছিলো ভারতের রান ৪০০ পার হবে। কেননা ৩৫ ওভারে দলের রান ছিল দুই উইকেটে ২২৬। দ্বিতীয় ওভারেই অবশ্য প্রথম উইকেট হারায় ভারত। দুই বলে এক রান করে মার্ক উডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। এরপর শুভমান গিলের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন বিরাট কোহলি।


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

১১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

রঙিন পোশাকে দীর্ঘদিন রানের মাঝে ছিলেন না কোহলি। এ দিন ৫০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। যদিও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ৫৫ বলে ৫২ রান করে আদিল রশিদের বলে ফিল সল্টকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তারপর গিলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন শ্রেয়াস আইয়ার। ৫১ বলে হাফ সেঞ্চুরি করা গিল সেঞ্চুরি তুলে নেন ৯৫ বলে। রশিদের বলে বোল্ড হওয়ার আগে ১০২ বলে ১১২ রান করেন এই ওপেনার।


২২৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর শেষ দিকে এসে রশিদ, মার্কউড এবং সাকিব মাহমুদদের নিয়ন্ত্রিত বোলিং ভারত ৩৫৬ রানে আটকে যায়। শ্রেয়াস আইয়ারের ব্যাটে আসে ৬৪ বলে ৭৮ রানের অসাধারণ একটি ইনিংস। কোহলির মতো তিনিও রশিদের বলে সল্টকে ক্যাচ দিয়ে ফিরে যান। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলে সাকিবের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন লোকেশ রাহুল।



শেষদিকে ভারতের ব্যাটাররা তেমন কিছুই করতে পারেননি। হার্দিক পান্ডিয়া ৯ বলে ১৭, অক্ষর প্যাটেল ১২ বলে ১৩, ওয়াশিংটন সুন্দর ১৪ এবং হার্শিত রানা ১০ বলে ১৩ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৬৪ রান খরচায় চার উইকেট নেন আদিল রশিদ। ৪৫ রান খরচায় দুই উইকেট নেন উড। একটি করে উইকেট নেন সাকিব, গাস অ্যাটকিনসন এবং জো রুট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারত জিতেছে চার উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ৩০০'র বেশি রান করেও জিততে পারেনি ইংল্যান্ড। ভারত জিতে চার উইকেটের ব্যবধানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball