
কনস্টাস-ম্যাকসুয়েনিদের নিয়ে ভারত যাচ্ছে অস্ট্রেলিয়া ‘এ’
ভারতের বিপক্ষে অভিষেকেই জসপ্রিত বুমরাহকে এলোমেলো করে এক ওভারে ১৮ রান নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্যাম কনস্টাস। খেলেছিলেন ৬০ রানের ইনিংসও। তবে পরের নিজের ৯ টেস্ট ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি একটিতেও। অ্যাশেজের আগে টেস্ট দলে জায়গায় হারানোর শঙ্কায় ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ২০২৭ বোর্ডার-গাভাস্কার ট্রফির ভাবনায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে কনস্টাসকে ভারত পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।