promotional_ad

২৪ ঘণ্টার মধ্যেই অবসর ভেঙে ক্ষমা চেয়ে ফিরলেন ইহসানউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উইকেট উদযাপন করছেন ইহসানউল্লাহ, ফাইল ফটো
দল না পেয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছিলেন ইহসানউল্লাহ। ২৪ ঘণ্টা পার না হতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পাকিস্তানের এই পেসার। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিজের এমন কাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

promotional_ad

গতকালের আগের দিন পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে কোনো দলই আগ্রহ দেখায়নি এই পেসারের ওপর। এরপরই অবসরের ঘোষণা দেন তিনি। মূলত ইনজুরির কারণে বছরখানেক ব্রাত্য থাকার কারণে শেষমেশ অবসর নিয়ে নেন তিনি।


আরো পড়ুন

পিএসএলে দল না পেয়ে অবসরে ইহসানউল্লাহ

২৩ ঘন্টা আগে
উইকেট উদযাপন করছেন ইহসানউল্লাহ, ফাইল ফটো

অবসর থেকে ফেরার সিদ্ধান্ত নিয়ে ইহসানউল্লাহ বলেন, ‘আপনি জানেন, ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেয়নি। তাতে পরিবার ও সাধারণ সাধারণ মানুষের কথাতে আমি বিরক্ত হয়েছি। সে কারণে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটি নিয়েছিলাম। পিএসএলের এখনো ৪ মাস বাকি, আমি এ সময়ে কষ্ট করে যাব, আল্লাহ চাইলে যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। সুতরাং পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’


‘আমি ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করব। পিএসএল শুরু হতে অনেক সময় বাকি, কিছু ঘরোয়া টুর্নামেন্টও সামনে আছে। গতকালের রাতের সিদ্ধান্ত ভুল ছিল।ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চাইছি। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি।’



promotional_ad

পিএসএলের অষ্টম আসরে ইহসানউল্লাহ ১২টি ম্যাচ খেলে ১৫.৭৭ গড়ে এবং ৭.৫৯ ইকোনমি রেটে ২২টি উইকেট নেন। ২০২৩ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তানের ওয়ানডে সিরিজের সময় কনুইয়ে আঘাত পান এই পেসার।


আরো পড়ুন

পিএসএল খেলতে ইসিবির কাছে এনওসির স্পষ্টতা চান ইংলিশ ক্রিকেটাররা

১৪ জানুয়ারি ২৫
পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর

এই ইনজুরি ইহসানউল্লাহকে কিছুটা দূরে ঠেলে দেয়। সাম্প্রতিক সময়ে এই পেসার প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে খেলে চার ম্যাচে দুই উইকেট নেন তিনি।


নিজের অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে ইহসানউল্লাহ ড্রাফটের রাতে বলেছিলেন, 'আমার অতীতের পারফরম্যান্স থাকা সত্ত্বেও আমাকে উপেক্ষা করা হয়েছে। একটি ফ্র্যাঞ্চাইজিও আমার সাথে যোগাযোগ করেনি। আপনি যদি পারফর্ম করেন তবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো আপনার পিছনে আসবে- এটাই স্বাভাবিক। কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করেনি।'



'আমি পিএসএল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। আজকের পর এটা আমার জন্য শেষ। আমাকে আর পিএসএলে দেখা যাবে না। আমার লক্ষ্য এখন ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা, পিএসএলের মাধ্যমে নয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball