এর প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। বিপিএলের শুরুতে জানানো হয়েছিল আইএল টি-টোয়েন্টি শেষে বিপিএলে যোগ দেবেন জনপ্রিয় উপস্থাপক রিধিমা পাঠক। তবে সোমবার থেকেই খবর চাউর হয়েছে তাকে বিপিএল থেকে বাদ দিয়েছে বিসিবি।
তবে রিধিমা নিজেই উড়িয়ে দিয়েছেন সেই খবর। জানিয়েছেন স্বেচ্ছায় বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ব্যক্তিগত কারণেই বিপিএলে উপস্থাপনা করতে বাংলাদেশে আসছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
দুই প্রতিবেশী দেশের চলমান টানাপোড়েনের মধ্যে বিপিএলের মাঝপথে রিধিমা পাঠাকের বিদায় নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়েছে। তবে সে সবের ইতি টেনে ভারতীয় এই প্রেজেন্টার জানিয়েছেন, বাদ দেওয়া হয়নি তাকে, স্বেচ্ছায় চলমান আসর থেকে সরে গেছে তিনি।
রিধিমা লিখেছেন, 'ব্যক্তিগত সিদ্ধান্তে আমি সরে গেছি। আমার জন্য, দেশ সবার আগে। ক্রিকেটকে আমি যে কোনো একটি অ্যাসাইনমেন্টের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেই।'
বিপিএলের এবারের আসরের শুরু থেকেই উপস্থাপক হিসেবে দেখা গেছে পাকিস্তানের জয়নব আব্বাসকে। তিনি পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজে দায়িত্ব পালন করতে বাংলাদেশ ছেড়েছেন। তার অনুপস্থিতিতে বাংলাদেশি ধারাভাষ্যকার সমন্বয় ঘোষকে উপস্থাপক হিসেবে দেখা গেছে।