রাকিবুলের ৯ উইকেটের দিনে সৈকতের ১৭৫
৩৩৫ রানে ৮ উইকেট হারালেও সৈকত আলী ও ইবাদত হোসেনের ব্যাটে প্রথম ইনিংসে ৪৮৯ রান তুলেছে সিলেট বিভাগ। ইবাদতের প্রথম হাফ সেঞ্চুরির দিনে ক্যারিয়ারসেরা ১৭৫ রানের ইনিংস খেলেছেন সৈকত। তাদের দুজনের এমন ব্যাটিংয়ের দিনে একাই ৯ উইকেট নিয়েছেন স্পিনার রাকিবুল হাসান। সিলেট স্টেডিয়ামের আউটারে নাইম ইসলামের সেঞ্চুরির জবাব ভালোভাবেই দিচ্ছেন জিসান আলম, আশিকুর রহমান শিবলিরা। সেঞ্চুরির অপেক্ষায় আছেন জিসান।