বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ
বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছিল আইসিসি। এরপরই জানা যায় বৃহস্পতিবার বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এদিন বেলা বিকেল ৩টায় শুরু হয় সেই কাঙ্খিত বৈঠক। সেখানে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। আইসিসি আবারও সুবিবেচনা করবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।