‘মুস্তাফিজরা যত বেশি লিগে খেলবে, আমাদের আম্পায়ারিংয়েরও সুযোগ বাড়বে’

আইএল টি–টোয়েন্টি
‘মুস্তাফিজরা যত বেশি লিগে খেলবে, আমাদের আম্পায়ারিংয়েরও সুযোগ বাড়বে’
গাজী সোহেল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে গিয়েছেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল। সেখানকার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের এই আম্পায়ার।

সাধারণত দেশীয় আম্পায়ারদের বিপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আম্পায়ারিং করতে দেখা যায় না। এমনকি বড় দলগুলোর আন্তর্জাতিক ম্যাচেও দেখা যায় না তাদের। তবে সাম্প্রতিক সময় দৃশ্যপট বদলে গেছে।

মাসুদুর রহমান মুকুল বর্তমানে অ্যাশেজ সিরিজেও আম্পায়ারিং করছেন। এর আগে ভারতের বেশ কয়েকটি টেস্ট সিরিজে আম্পায়ার হিসেবে দেখা গেছে তাকে। পিছিয়ে নেই গাজী সোহেলরাও।

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশি এই আম্পায়ারকে। স্বভাবতই তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইএল টি-টোয়েন্টিতে খেলতে যাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

ক্রিকফ্রেঞ্জিকে গাজী সোহেল বলেন, 'মুস্তাফিজ বললো, 'সোহেল আপনাকে এখানে (আইএল টি টোয়েন্টি) দেখে ভালো লাগছে। ওইদিন সাকিব খেললো আম্পায়ারিং করলাম, তাসকিনের সাথে আজ দেখা হলো। ওরা খুব খুশি আমাকে আইএল টি টোয়েন্টিতে দেখে।'

বাংলাদেশের ক্রিকেটাররা যত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে, সেখানে বাংলাদেশি আম্পায়ারদেরও ততো সুযোগ বাড়বে বলে মনে করেন গাজী সোহেল। ফ্র্যাঞ্চাইজি লিগটিকে নিজের আম্পায়ারিং নিয়েও সন্তুষ্ট তিনি।

গাজী সোহেল আরো বলেন, 'প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করতে আসলাম, ভালো লাগছে। আম্পায়ারিংও ভালো হচ্ছে আল্লাহর রহমতে। আমাদের যত বেশি প্লেয়ার খেলতে পারবে এইসব বড় টুর্নামেন্টে আমরা তত বেশি আম্পায়ারিং করার সুযোগ পাবো। আর আমাদের ক্রিকেটেরও উন্নতি হবে।'

আরো পড়ুন: গাজী সোহেল