টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ২ আম্পায়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বিশ্বকাপে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে অন্তুর্ভূক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল না থাকলেও ভারতে বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশি দুই আম্পায়ার গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিশিয়ালসদের নাম ঘোষণা করেছে। সেখানে আছেন বাংলাদেশি এই দুই আম্পায়ার।