promotional_ad

গুলশানের ১৯ জনেও নেই লিটন

দল-বদলের জন্য টোকেন নিচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে খেলেছিলেন লিটন দাস। নতুন মৌসুমে দল-বদল  করতে টোকেন তুলে রেখেছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেশিরভাগ ক্রিকেটারই প্রত্যাশার চেয়ে কম পারিশ্রমিকে ডিপিএল খেলতে রাজী হয়েছেন।

promotional_ad

যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলতে যাওয়া লিটন ডিপিএল খেলতে ক্লাবগুলোর প্রত্যাশার চেয়ে বেশি পারিশ্রমিক দাবি করেছেন বলে গুঞ্জন আছে। এমন অবস্থায় বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা হলেও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দল খুঁজে পাচ্ছিলেন না লিটন। তবে ডিপিএল শুরুর একদিন আগে ডানহাতি ব্যাটারের দল পাওয়ার খবর নিশ্চিত করেন তামিম ইকবাল। 


আরো পড়ুন

ডিপিএলে গুলশান ক্লাবের হয়ে খেলবেন লিটন

২ মার্চ ২৫
দলবদলের দিন নাম জমা দিচ্ছিলেন লিটন, ক্রিকফ্রেঞ্জি

গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে খুঁজে পাওয়া যায়নি লিটনকে। টস হয়ে যাওয়ার পরও তাকে মাঠে দেখা না যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হয়ত খেলবেন না লিটন। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে থাকা বেশ গুলশানের কয়েকজন ক্রিকেটারকেও খানিক উদ্বিগ্ন দেখায়। 



promotional_ad

ঢাকার জ্যামের কারণে বিকেএসপিতে ক্রিকেটারদের দেরিতে পৌঁছানো নতুন কিছু নয়। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের ক্ষেত্রেও হয়ত এমনটা ঘটেছে। তবে গুলশানের টিমশিট হাতে পেতেই দেখা যায় ভিন্ন চিত্র। মোহামেডান ম্যাচের জন্য তালিকায় রাখা ১৯ জনেও নেই লিটনের নাম। 


আরো পড়ুন

ইফতিকে বলে রেখেছিলাম নিয়মিত বল করতে হবে: সুজন

২ ঘন্টা আগে
ইফতেখার হোসেন ইফতি, ক্রিকফ্রেঞ্জি

প্রথম ম্যাচের জন্য গুলশানের হয়ে খেলছেন আজিজুল হক তামিম, মেহেদী হাসান, রায়হান আলী, মোহাম্মদ ইলিয়াস, জাওয়াদ আবরার, খালিদ হাসান, আসাদুজ্জামান পায়েল, হাবিবুর শেখ মুন্না, ইফতিখার হোসেন ইফতি, শাকিল হোসেন এবং নিহাদ উজ জামান। ১২তম শাহাদাত হোসেন, ১৩তম সাকিব শাহরিয়ার, ১৪তম আলিফ হাসান ইমন এবং ১৫তম ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে রনি চৌধুরি।



প্রথম ম্যাচে লিটন খেলছেন না সেটা নিশ্চিত হওয়া গেছে তখনই। দল পাওয়ার পরও গুলশানের হয়ে কেন খেলছেন না সেটা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক গুলশানের এক ক্রিকেটার অবশ্য নিশ্চিত করেছেন, তারা আগে থেকেই জানতেন লিটন প্রথম ম্যাচে খেলবেন না। ডিপিএলের প্রথম দিনে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে গুলশান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball