promotional_ad

হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

সেঞ্চুরির পর হৃদয়, আইসিসি
নানা কারণে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। তাদের বিদায়ের পর বাংলাদেশের মিডল অর্ডারের হাল কে ধরবেন তা নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। তবে সাম্প্রতিক সময়ে সেই আশার পালে হাওয়া দিচ্ছেন তাওহীদ হৃদয়।

promotional_ad

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সঙ্গে ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন সম্মানজনক সংগ্রহে।


আরো পড়ুন

জাকের-হৃদয়ের জুটি থেকে পাকিস্তানকে শিক্ষা নেয়ার পরামর্শ রমিজের

২১ ফেব্রুয়ারি ২৫
ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রানের ‍জুটি গড়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক, আইসিসি

ভারতের বিপক্ষে হৃদয়ের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। বিশেষ করে হৃদয়ের বড় শট খেলার দক্ষতা তাকে অবাক করেছে। তিনি বিশ্বাস করেন বাংলাদেশ মিডল অর্ডার এক অমূল্য রত্ন পেয়েছে। এই ব্যাটারকে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবেও দেখছেন তিনি।


নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে এবং রানিং বিটুইন দ্য উইকেটও ভালো। পাশাপাশি প্রাণশক্তিও প্রচুর। মিডলঅর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে। কারণ, যেদিন সে খেলে এমন দুর্দান্ত খেলতে পারে। আজ সেই সম্ভাবনা দেখা গেছে। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। এত বড় একটি দলের বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে সেটা অনেক বড় ব্যাপার। ফলে নির্ভরযোগ্যতা, সম্ভাবনাকে কাজে লাগানো এবং মানের দিক থেকে সবগুলো কাজই সে ঠিকঠাকভাবে সম্পন্ন করেছে।’



promotional_ad

৩৫ রানে বাংলাদেশের ৫ উইকেট পড়ে যাওয়ার পর অন্য অনেকের মতো রমিজও ভাবেননি বাংলাদেশ একশ পার করতে পারবে। তবে সেটা সম্ভব হয়েছে হৃদয় ও জাকেরের জুটির ফলে। এই দুজনে ২০৬ বলে ১৫৪ রানের জুটি গড়েন ষষ্ঠ উইকেটে। তাতে বাংলাদেশও পেয়ে যায় ২২৮ রানের সংগ্রহ।


আরো পড়ুন

পাওয়ার প্লেতেই 'ম্যাচ শেষ' বলছেন শান্ত, রোহিতের প্রশংসা পেলেন হৃদয়-জাকের

২০ ফেব্রুয়ারি ২৫
টসের সময় রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্ত, আইসিসি

ক্র্যাম্প সামলে হৃদয় সেঞ্চুরি তুলে নিলেও জাকেরের ব্যাট থেকে আসে ১১৪ বলে ৬৮ রান। এমন ইনিংসের পর জাকেরও প্রশংসা পেয়েছেন রমিজ রাজার। সেই সঙ্গে ভারতের এমন শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে এমন জুটি গড়াকে বড় অর্জন মনে করছেন পাকিস্তানের সাবেক এই চেয়ারম্যান।


তিনি বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল, মনে হচ্ছিল এক শ রানও হয়তো করতে পারবে না। কিন্তু সেখান থেকে ইনিংসকে টেনে নেওয়াটা (দারুণ ছিল)। জাকেরের পারফরম্যান্সও অসাধারণ ছিল। দারুণ একটি জুটি গড়েছে তাঁরা। তবে ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে দলকে উদ্ধার করা এবং তারপর সেঞ্চুরি করা অনেক দুর্দান্ত ব্যাপার। হৃদয় অনেক নির্ভরযোগ্য খেলোয়াড়। সে যদি নিজেকে সময় দেয় তবে ধারাবাহিকভাবে এমন বড় ইনিংস খেলতে পারবে। হৃদয়ের মাঝে দারুণ সম্ভাবনা আছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball