বিপুল অর্থ পাচ্ছেন মাশরাফিরা

বাংলাদেশ
বিপুল অর্থ পাচ্ছেন মাশরাফিরা
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বিপিএল-৫ এর শিরোপা যে ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে মাশরাফির রংপুর এই খবর ইতিমধ্যে জেনে গেছেন দেশের হাজারো ক্রিকেট প্রেমী মানুষ।

তবে বিপিএল শিরোপার প্রাইজমানির পরিমাণ সম্পর্কে হয়তো এখনও অনেকের কোন ধারণা নেই। প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে পারতপক্ষে বিপুল পরিমাণ অর্থ পুরষ্কার বা প্রাইজমানি পেয়েছে রাইডার্স দল।

বিপিএলের শিরোপা জেতায় মাশরাফির দলের প্রাপ্তি মোট ২ কোটি টাকা। এই প্রাইজমানি ছাড়াও স্পন্সরদের কাছ থেকে আরো অর্থ প্রাপ্তি ঘটেছে রংপুরের ক্রিকেটারদের। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন খাতেও অর্থ প্রাপ্তি ঘটেছে গেইল-মাশরাফিদের।

এদিকে শিরোপা জেতার পরদিনই বিশাল সাইজের একটি কেক কেটে জয় উদযাপন করেছে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

        

সাফওয়ান সোবহান ছাড়াও আরো উপস্থিত ছিলেন তার স্ত্রী ইয়াশা সোবহান, ছেলে সেজাত সোবহান ও মেয়ে রেনিয়া সোবহান। 

                    

ছবি- বাংলা নিউজ ২৪ 

আরো পড়ুন: this topic