বিপিএলের সিলেট পর্বে থাকছেন না সৌম্য
পারিবারিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব, অর্থাৎ সিলেট পর্বে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র।
পারিবারিক কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব, অর্থাৎ সিলেট পর্বে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। এমন সময়ে পারিবারিক কারণে দেশের বাইরে গেছেন সৌম্য সরকার। গুঞ্জন আছে, দেশের বাইরে থাকার কারণে বিপিএলের সিলেট পর্ব মিস করতে পারেন বাঁহাতি এই ওপেনার। তবে সৌম্যর বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জি নিশ্চিত করেছেন, টুর্নামেন্টের প্রথম থেকেই খেলবেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের পর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে সৌম্য সরকারকে দেখতে চান। এখনো আলোচনা না হলেও বিপিএলের আগামী আসরে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে রাজি আছেন সৌম্য। তবে অধিনায়কত্ব করলে নিজের খেলায় প্রভাব পড়বে কিনা সেটাও ভেবে মাথায় রাখছেন বাঁহাতি এই ওপেনার। অধিনায়কত্বের চেয়ে নিজের ব্যাটিংকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
এবারের বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই তারা দলে নিয়েছে হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে। বিদেশি হিসেবে তারা সাইন করিয়েছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিসকে। এবার নিলামেও একের পর এক চমক দেখিয়েছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগামী মৌসুমে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ডাগ আউটে। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সুজন।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ। এদিন অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন বাঁহাতি এই ব্যাটার। প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে খুলনা।
তৃতীয় দিনের শেষ বিকেলে বিনা উইকেটে ৫২ রান তুলে কাজটা এগিয়েই রেখেছিলেন অমিত মজুমদার ও সৌম্য সরকার। অমিত না পারলেও দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসের মতো হাফ সেঞ্চুরি পেলেন দ্বিতীয় ইনিংসেরও। সৌম্যর ৭১ রানের ইনিংস খেলোর দিনে ৭ চার ও এক ছক্কায় শেখ মেহেদী করেছেন ৪৯ বলে অপরাজিত ৫০ রান। অফ স্পিনার নাঈম হাসানের ৫ উইকেটের পরও চট্টগ্রামের বিপক্ষে জয় পেয়েছে খুলনা বিভাগ। প্রথম তিন রাউন্ডে খুলনার এটি দ্বিতীয় জয়।
বুধবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজে দারুণ ব্যাটিং করে আইসিসি র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ৩ ম্যাচে ১৪০ রান করেছেন। তাতেই ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলই ওয়াইড করলেন আকিল হোসাইন। পরের দিলেন বলটা করলেন ‘নো’। সেই বলে ডিপ মিড উইকেটে স্লগ করে ২ রান দিলেন সৌম্য সরকার। কিন্তু ফ্রি হিটে ১ রানের বেশি নিতে পারেননি তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিশাদ হোসেন। কিন্তু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে তাকে না নামিয়ে উল্টো সাইফ হাসান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক। তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক। তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরতে যাচ্ছেন সৌম্য সরকার। যদিও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়েছেন সৌম্য।