সামর্থ্য থাকলেও দুইশর দেখা নেই
আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে কাট করেছিলেন শেখ মেহেদী। থার্ডম্যান দিয়ে চার মারার প্রত্যাশায় কাট করলেও সেটা আটকে দিয়েছিলেন রুয়েল মিয়া। সিলেট টাইটান্সের ফিল্ডার প্রথম দফায় বল ধরতে না পারায় সুযোগটা কাজে লাগিয়েছিলেন শেখ মেহেদী ও আমের জামাল। দ্রুততার সঙ্গে নিয়েছিলেন দুই রান। বিপিএলের ১৬তম ম্যাচে এসে দলীয় দুইশ রান ছোঁয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল সেই ম্যাচেই।